Treasure Island

Jahedur Rahim Liton

[JRL] (Hobiganj, Sylhet, Bangladesh)

Biography of Jahedur Rahim Liton

Teacher, Thinker, Realist, Honest & Very Sensetive

PoemHunter.com Updates

বেলা শেষে

লাল হয়ে ঐ নীল নভতল সোনালী হয় যে শেষে,
যেন নেবু রং ওড়না খসিছে রজনীর কালো কেশে।
সখি, এ সন্ধা রড় মধুময়,
দিনশেষে তবু কেন মনে হয়;
এখনও যেটুকু রয়েছে সময়, লই মোরা ভালোবেশে।
এসো, কাছে এস! চুম্বন: -* করি সুগন্ধ কালোকেশে।
ঐ যে তুলিনু মুখখানি হাতে, চাও দেখি মুখে মোর
আরেক বার, শেষবার, চোখে লাগুক নেশার ঘোর।
ভুলি যাও ব্যাথা, বৃথা কলঙ্ক,

[Hata Bildir]