Koustav Ghosh

Koustav Ghosh Poems

কিছুটা পথ পার হলাম শুকনো চিড়ে গুড় খেয়ে,
খানিকটা পথ ভিজে গেল চোখের জলে।
কিছুটা পথ পাড় হলাম শুধু পিছন ফিরে ফিরে,
আমার গ্রাম, পাঠশালা, আঁকাবাঁকা কর্ণফুলি নদী।
...

এখানে জানলার ফাক দিয়ে গোটা আকাশ দেখা যায় না
এখানে একলা খাবারে পেট ভরে কিন্তু মন ভরে না
অন্ধকারে সয়ে থাকা চোখ আপনি আলো খুঁজে পাই
কানের কাছে শুনতে পাই যেন অনর্গল মাত্রিভাষা
...

The Best Poem Of Koustav Ghosh

রিফিউজি

কিছুটা পথ পার হলাম শুকনো চিড়ে গুড় খেয়ে,
খানিকটা পথ ভিজে গেল চোখের জলে।
কিছুটা পথ পাড় হলাম শুধু পিছন ফিরে ফিরে,
আমার গ্রাম, পাঠশালা, আঁকাবাঁকা কর্ণফুলি নদী।
কিছুটা সম্মান হারালাম পথের ধুলোয়।
বাকিটুকু ছিরে গেল কাঁটাতারের আঁচড়ে।
কোথায় চলেছি কেউ জানি না। ছোট্ট এক দেশ - হিন্দুস্তান।
আচ্ছা, সেকি আমার গ্রামের থেকেও বড়?
বুক ভরা প্রশ্ন নিয়ে এগিয়ে চলেছি সবাই।
লাইনে দারিয়ে আছি একথালা খিচুড়ির আশায়।
একনিমেষে বদলে গেল নাম ঠিকানা।
সমঝোতা করে নিলাম নিজের নতুন পরিচয়ের সাথে।
ইমিগ্রেশনের খাতায় আমার নামের শেষে নতুন পদবী জুটলো- 'রিফিউজি'।

Koustav Ghosh Comments

Koustav Ghosh Popularity

Koustav Ghosh Popularity

Close
Error Success