কৃষ্টি সৃষ্টি Poem by Prativa Dey

কৃষ্টি সৃষ্টি

Rating: 5.0

চেতনা
***প্রতিভা দে।৩১/৮/১৯//
বিশ্ব চেতনায় শিষ্য হয়েছি
নাই আপণ পর
সকলের সাথে এক হয়েছি ব্যাথায় বেঁধেছি ঘর,
চাই শুধু মানব কল্যাণ
না থাকুক ঘর দালান,
মাটির ঘর মাটিতে মেশে
সেটাই তো হয় শেষে
মহাকালের কাছে সবাই
সমান
কারো থাকেনা কোন মান
ধন, বিদ্যা নিয়ে লড়াই
যতই করো রোজ বড়াই,
সব যাবে এক নিমেষে
মহাকাল যদি নিতে আসে,
তাই কর কর সবে সেই কাজ
মানব জনমের থাকে যেন
লাজ,
আনন্দ ফুর্তি সব দিয়েছেন
তেমনি দিয়ে যুক্তি মুক্তি
চেয়েছেন,
নিজের স্বরূপ নিজে টেনেছেন
যাই দিয়ে হোক মানুষ গড়েছেন,
সকল অঙ্গ, সকল সত্বা
তার দেওয়া ফিরিয়ে নেওয়া,
কালের কাছে জবাব দেওয়া।



+++++++++


#Auther: prativad ey.✒️,
#poem: কৃষ্টি সৃষ্টি✍️
******প্রতিভা দে।৭/৯/১৯//✍️✍️✍️✍️
কৃষ্টি আমার বৃষ্টি করে
সৃষ্টি ছাড়া কাব্য,
মন ব্যাথাতে দুলে উঠে
করতে গেলে নাব্য,
তখন হয়তো কষ্ট করে
বানিয়ে দিই শ্রাব্য,
এমনই করেই পেয়ে যাই
যা কিছু লভ্য,
হয়ত তাতে কিছুই নেই খাদ্য,
এমন করে বানিয়ে ফেলি
গদ্য কিংবা পদ্য,
হয়তো হয়ে যায় একটা শ্রাদ্ধ,
হয়তো তোমাদের প্রানে
হয়েছে তীর বিদ্ধ।
যাকিছুই হোক পরিপাক
হয়ে যাবে যদি হয় সেদ্ধ।
এমন করেই ভেবে
ব্যাপারটা হয়েছে উপলব্ধ।

Saturday, September 7, 2019
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
Sankhajit Bhattacharjee 27 September 2019

অপূর্ব সুন্দর ভাবনা। মুগ্ধ হয়ে গেলাম।

0 0 Reply
Prativa Dey 28 September 2019

ধন্যবাদ, নমষ্কার নেবেন

0 0
Mahtab Bangalee 18 September 2019

সকলের সাথে এক হয়েছি ব্যাথায় বেঁধেছি ঘর, চাই শুধু মানব কল্যাণ....../// beautiful expression on world unity yeah; o I'm the human the heart heart of love here, in this world on this earth with the humanity in happy and sorrow live with sympathy just seek o human heart our humane unity..............///

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Prativa Dey

Prativa Dey

Lindungi, India.
Close
Error Success