স্মৃতির শৈশব Poem by Atoar Hossan

স্মৃতির শৈশব

কাটাকাটি শৈশব আমার
কেবলই বিগত, নাই আর,
আসবে না মেঘের ভেলায়।
হেলায় ফুরালো দিন প্রায়,
আহত বাঁচার দিনরাতে
ভুলে সাঁতরাতে সাঁতরাতে।
এইমাত্র ছেড়েই শৈশব
তিরিশ বছর হয়ে গেলো।
অবসাদ জেগে ওঠা রাতে
স্মৃতির গভীরে ডুবে যাইÑ
জেগে ওঠে কাদা-খোঁচা পথ
মেরিনা আপার ভালবাসা।
ভাই-ভাই পাড়ার ছেলেরা
আদাড়ের কাঁচাপাকা গাব
পটকা-লাটিম-ঘুড়ি-বল
থই থই ভাটার পুকুর,
জ্বরের ঘোরের মতো জাগে।
চড়-ই পাখির ধূলি¯œানে
বড়'র আদর আক্রমণে
গোলমেলে দিন আটকে থাকে।

স্মৃতির সকল উপদ্রব
পোক্ত বয়সের কালে এসে
যেনো ছায়াছবির শৈশব,
মগজের ঘূর্ণিপাকে মেশে।

Friday, January 15, 2016
Topic(s) of this poem: memories
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Atoar Hossan

Atoar Hossan

Natore
Close
Error Success