আটলান্টিক ভেদ করে হাঁটা ।।বিলি কলিন্স Poem by Rahman Henry

আটলান্টিক ভেদ করে হাঁটা ।।বিলি কলিন্স


.
প্রথম ঢেউয়ের ওপর ধাপ ফেলার আগে
ছুটির দিনের জনভিড় কখন পরিপাটি করছে সৈকতটাকে সেই অপেক্ষায় আছি।

পরক্ষণেই স্পেনের কথা ভাবতে ভাবতে
আটলান্টিক ভেদ করে হাঁটছি,
পরখ করছি তিমিগুলোকে, জলস্তম্ভ।
অনুভব করছি জল আমার দেহভার ধারণ করছে।
আজ রাতে আমি এর আন্দোলিত উপরিতলে ঘুমাবো।

কিন্তু এই মুহূর্তে আমি যা কল্পনা করার চেষ্টা করছি
এই ব্যাপারটাকে নিশ্চয় জলতলের মাছের মত দেখাচ্ছে
আমার পা দুটোর নিম্নভাগ দৃশ্যমানে আসছে, অদৃশ্য হচ্ছে।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

*বিলি কলিন্স (২২ মার্চ ১৯৪১ -) : মার্কিন কবি ও শিক্ষাবিদ; ২০০১-২০০৩ মেয়াদে সে দেশের পোয়েট লরিয়েট ছিলেন। কলিন্সের জন্ম ম্যানহাটানে; বসবাস করছেন নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্ক গণগ্রন্থাগার তাকে ‘সাহিত্য সিংহ' উপাধীতে ভূষিত করেছে। জন্ম নিউ ইয়র্ক সিটিতে। বর্তমানে সেখানেই বসবাস করছেন।

.

*
#BillyCollinsPoems
.

This is a translation of the poem Walking Across The Atlantic by Billy Collins
Thursday, March 22, 2018
Topic(s) of this poem: walking
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success