আত্মহত্যা ।। ওরহান ভেলি কানিক Poem by Rahman Henry

আত্মহত্যা ।। ওরহান ভেলি কানিক

Rating: 5.0

- - - -
যে কারুর অজ্ঞাতেই মরে যাবো,
মুখের একপাশে
খানিকটা রক্ত লেগে থাকবে।
যারা অঅমাকে চেনে না জানে না তারা বলবে
‘নিশ্চয় ভালোবাসতো কাউকে'।
আর যারা জানে-বোঝে তারা বলবে,
‘বাজে ব্যাপার, খুব দুর্ভোগ পোহালো সে'
অথচ এই আত্নহত্যার প্রকৃত কারণ মর্মে
কোনওটাই গণ্য হবে না।

- - - -




* Bengalized by Rahman Henry


** Oiginal:

Suicide - Poem by Orhan Veli Kanik

This is a translation of the poem Suicide by Orhan Veli Kanik
Thursday, January 28, 2016
Topic(s) of this poem: death,suicide
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success