সব সময় আনন্দে থেকো Poem by Madhabi Banerjee

সব সময় আনন্দে থেকো

আমাদের কতোগুলো গোল্ডফিস ছিল
একটি গোল কাঁচের পাত্রের মধ্যে।
পাত্রটি একটি টেবিলে ওপর রাখা ছিল
লেজ নাড়িয়ে ডানা নাড়িয়ে বৃত্তাকারে সব সময় মাছগুলো ঘুরতো
মা বলতো ‘সবসময় ওদের মতো আনন্দে থাকবি, হাসিমুখে থাকবি'
সংসারের টানা-পোড়েনে মাকেও দেখেছি মাঝে মধ্যে বিষন্ন হতে,
মাতখন কাঁচের গোল পাত্রটির কাছে এসে
গোল্ডফিসদের দিকে তাকিয়ে থাকত
আমার চোখে চোখ পড়লে একটু হেসে ফেলত
যেন আমাকে দেখাত ‘দেখ কেমন করে হাসতে হয়'
ও রকম বিষাদমাখা হাসির রূপ জীবনে আমি আর দেখিনি
সীমাহীন অতল সাগর থেকে এসে
সীমিত পাত্রটিকেই গোল্ডফিসগুলো তাদের দুনিয়া ভেবে
ওর ভিতরেই চক্রাকারে ঘুড়ে বেড়ায় আনন্দে থাকে
মা বলত যখন যেখানে থাকবি
সেখানটকেই নিজে পৃথিবী ভেবে বিচরণ করবি
তাহ'লেই আনন্দে থাকবি
হাসিমুখে থাকতে পারবি।
একদিন গোল্ডফিসগুলো মরেও গেল
গোল পাত্রটির জলের ওপর ভেসে উঠল
মাছগুলোর চোখ তখনও খোলা-যেন তখনো হাসছে

Tuesday, May 24, 2016
Topic(s) of this poem: smile
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success