ভূস্বর্গের ম্যাডোনা Poem by Madhabi Banerjee

ভূস্বর্গের ম্যাডোনা

Rating: 5.0

আকাশ এত নীল নদী এত উচ্ছল সাদা বরফের এত রূপ
ঘন অরন্যের এত মহিমা হ্রদের এত প্রসারতা কঠিন পাহাড়ের এত রং
আমি বিস্মিত অভিভূত আমার আঁখি দু'টি তৃপ্ত আজ।
আমি ভূস্বর্গে এসেছি
কেবল চোখের খোরাক হলেই হয় না
পেটেও তো কিছু দিতে হবে।
তাই খাবারের ঝোলাটা খুললাম
এই প্রকৃতির সাথে তাল মিলিয়ে
আমার খাবারও বেশ রঙ্গীন সুস্বাদু মনোরম
প্রকৃতি দেখবো খাবো তাই প্যাকেট ব্যবস্থা
মুখে গ্রাস তুলবো -হঠাৎ দেখি শিশু কোলে এক ম্যাডোনা!
আমার কাছে কিছু খাবার চাইছে,
দেখে মনে হলো কতকাল পেটভরে খায়নি কিছু, ছিন্ন বস্ত্র
কোলের শিশুটিরও হাল করুণ
তবু ওদের রূপের জৌলুস যেন ঠিকরে পড়ছে
চমকে উঠলাম আমি -আমি ভূস্বর্গে এসেছি
স্বর্গ তো সেজে বসে আছে
এত ঐশ্বর্য্য এত সম্পদ
তবু এখানে এক মা-শিশুর পেট ভরা খাবার জোটে না
এ কোন স্বর্গ! এ স্থানকে আমরা ভূস্বর্গ বলি!
ক্ষমা করো ম্যাডোনা -আমি লজ্জিত!

Thursday, July 28, 2016
Topic(s) of this poem: country
COMMENTS OF THE POEM
Sriranji Aratisankar 29 July 2016

khub sundar kikhechhen. lekhar mdhgye bes sahaj-sablilata achhe. mughdha. apnake das. subhechaa janai.

0 0 Reply
Madhabi Banerjee 30 July 2016

ধন্যবাদ।আমার কবিতা আপনাদের ভাল লেগেছে এ আমার কাছে অনুপ্রেরণা

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success