ক্ষতি ও লাভ ।। হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো Poem by Rahman Henry

ক্ষতি ও লাভ ।। হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো


যখন এ বিবেচনা তুলাদণ্ডে আনি
কতটা লাভের লোভে কতখানি ক্ষতিকে সয়েছি,
কোন প্রাপ্তিতে কত নিঃস্ব হয়েছি,
গর্বের কিছু নেই জানি।

আমি সচেতনে স্থির
আলস্যে গিয়েছে চলে কত কত দিন;
সাধু অভিপ্রায়ে ধরা ধনুকে উড্ডীণ
লক্ষ্যভেদি অথবা বিচ্যুত কোন তীর।

কিন্তু কারা এমন সাহসি
এটুকু প্রজ্ঞায় মাপবে ক্ষতি কিংবা লাভের সঞ্চয়?
পরাজয়ও ছদ্মবেশে হতে পারে আসল বিজয়;
ভাটাই তো বলে দেবে সন্নিকট জোয়ারের পানি।



* Original: Loss and Gain- A Poem by Henry Wadsworth Longfellow

** Bengalized by Rahman Henry

This is a translation of the poem Loss And Gain by Henry Wadsworth Longfellow
Wednesday, August 10, 2016
Topic(s) of this poem: loss,lost,pride
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success