শরৎৎসংহার কাব্য Poem by SRIRANJI ARATISANKAR

শরৎৎসংহার কাব্য

"শেফালিকা-কুসুমগন্ধ-মনোহরাণি স্বস্থ-স্থিতাণ্ডজ-কুলপ্রতিনাদিতানি।
পর্য্যন্ত-সংস্থিত-মৃগী-নয়োনোৎপলানি প্রোৎকণ্ঠয়ন্ত্যুপবনানি মনাংসি পুংসাম্।।"
ঋতুসংহারম ঃ কালিদাস ।

এ শরৎ, লেখেননি (অন্য কাজে ব্যস্ত কবি) কালিদাস
এ ঋতুই লিখে ফেলে পল্লীসমাজ, পথের দাবী, শেষ প্রশ্ন বিপ্রদাস
স্বয়ং দেবদাস চরিত্রহীন…
কষ্ট-শেফালিকা গাছ, একরকম দায়ে পড়ে সহাস্য রঙিন ।
শরৎ, অত শত বোঝে না চন্দ্র, নিয়ন আলোয় নির্লজ্জ জ্যোৎস্না ছড়ায়
উৎসব-ব্যাধিসুখগ্রস্ত বীরাঙ্গনা ও বীরপুঙ্গবের দল,
নাগরিক গোয়াল থেকে দড়ি ছিঁড়ে শরৎ পালায়
শরৎ, না পণ্ডিত চন্দ্র নয়, কবি নয়, না কৌতুক রসতন্ত্রসার
কোথায় পালাবে তুমি? পালাতে পারবে না জানি…
প্রভাব-প্রতিপত্তি, টাকার ঝনঝনানি,
সম্ভোগ রতিকান্ত হো হো
লাল-সবুজ ছাতার তলে রম্য অভিসার...
হুঁ হুঁ বাওয়া! তরুবিদ্যা ধ্যেড়ায়, সবুজ ঘাসের লাবণ্যপ্রভা দিন ।
শরৎ, আশ্বিন জানো? শিউলিজ্ঞান আছে? ভুলেছ রবীন্দ্রনাথ, হিমের পরশ?
নিশ্চিন্ত মাধুরী (না ইনি দীক্ষিত নন) মাখানো নারীমেধ,
(হাঁও-মাঁও-খাঁও তত্ত্ব, ছোট্ট ঘটনা, চক্রান্ত, তৈরি করা খবর ;) আর
নির্বাচনে জয়…বাচনিক নিষ্ঠা ও শৌর্যের (চন্দ্রগুপ্ত মৌর্যেরও ছিল) ফল;
বলবিদ্যা অপ্রাসঙ্গিক, যা কিনা পদার্থবিদ্যার বিষয়;
উন্নয়ন; এলাকা দখল;
মমতাময়ী ক্ষমতা, ভূষণ-বিলাস,
(বঙ্গ-বিভূষিত পুরস্কারমালিকা নয়)
...বর্ণমোহ, গাজর,
স্নিগ্ধ সোনালি তরল
রীতিসিদ্ধ মিথ্যাচার…
মিথ, সেই ঘোড়ার মালিক, যে কাটে ঘোড়ার ঘাস ।
শরৎ, তাহলে বোধনে উপচানো অন্ধকারময় রোদ্দুরের স্তব?
শিখরে সে কোন কলস?
গড়িয়ে গড়িয়ে নামে দিকে দিকে দুর্গোৎপাতোৎসব!

শরৎ, কার বশ?
কার বশ?
কার বশ?








* শরত বানান শ র এবং খণ্ড 'ত' কিন্তু লেখা যাচ্ছে না ।

Monday, October 17, 2016
Topic(s) of this poem: autumn
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success