ফিরে এসো Poem by Dipankar Sadhukhan

ফিরে এসো

আমি জানি তুমি পারবে না,
পারবে না দূরে থাকতে।
এক বুক অভিমান নিয়ে
চেয়েছিলে অনেক দূরে চলে যেতে।

জীবনটা বড়ই কঠিন যাত্রা
চলার পথে আসে কত বাধা।
কখনও বা মনে হয় দুর্গম পাহাড়।
কখনও বা মনে হয় এ এক বড় ধাঁধা।

মুক্ত বিহঙ্গের মতো উড়েছ আকাশে
দেখেছ সেখানে কত মেঘের খেলা।
পারনি সিক্ত হতে বৃষ্টি বা রোদ্দুরে।
তৃষ্ণায় ক্লান্ত হয়ে ফিরেছ একলা।

তৃষ্ণায় অমৃত, ক্লান্তিতে বিশ্রাম পেতে
তুমি ফিরে এসো আমার হৃদয়ে।
আবার দুজনে মিলে গড়ব নতুন পৃথিবী
আমাদের পবিত্র ভালোবাসা দিয়ে।

©Dipankar Sadhukhan
30th September,2015.

Tuesday, October 18, 2016
Topic(s) of this poem: love,separation
POET'S NOTES ABOUT THE POEM
Translated in Bengali.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success