শুধু তোমার খোঁজে Poem by Dipankar Sadhukhan

শুধু তোমার খোঁজে

কতদিন দেখিনি তোমায়।
তাই তো কখনও বা আমি
শরতে আমার নীল আকাশে
পেঁজা তুলোর মতো মেঘ হয়ে
উড়েছি তোমার খোঁজে।

কখনও বা বসন্তের ভোরে
আমার সবুজ পাতার আড়ালে
কোকিল হয়ে মনের আনন্দে
গেয়েছি সুমধুর সঙ্গীত
শুধু তোমার খোঁজে।

কখনও বা গ্রীষ্মের দুপুরে
বৃষ্টির শীতল পশলা হয়ে
ঝরে পড়েছি আমি
আমার ধরণীতে
শুধু তোমার খোঁজে।

কখনও বা শীতের সকালে
এক চিলতে মিষ্টি রোদ্দুর হয়ে
নেমে এসেছি আমি
আমার পৃথিবীতে
শুধু তোমার খোঁজে।

পার নি, তুমি পার নি
আমার থেকে দূরে থাকতে।
অবশেষে তুমি এসেছো
ঋতুদের রঙ নিয়ে
আমার স্বপ্ন রঙীন করতে।

©Dipankar Sadhukhan
5th June,2015.

Tuesday, October 18, 2016
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
Close
Error Success