বসন্তে বৃষ্টি কেন? Poem by Arun Maji

বসন্তে বৃষ্টি কেন?

Rating: 5.0

বসন্তে বৃষ্টি কেন?
মেঘেরও কি ইচ্ছে করে না-
ধনুষ্টঙ্কারগ্রস্ত, বিকারগ্রস্ত বাঙালীর নাকে
একটু সুড়সুড়ি দিয়ে দেয়?

ওহে পেন্তীর মা
আমি মেঘ বলে কি মানুষ নই?
তোমাদের তাবড় তাবড় নেতারা
যুবতী নারীর ঘরে ছেলে ঢুকিয়ে দেয়!
তোমাদের টিকি আর দাড়ি-ধারী ধার্মিকরা
ঈশ্বরের নাকে ঘুম পাড়ানি সুড়সুড়ি দেয়!
বলি- আমারও কি ইচ্ছে করে না
তোমাদের মগজে, বসন্তের বাষ্প ঢুকিয়ে দিয়ে
পালং শাকের খিঁচুড়ি বানিয়ে খাই?

বসন্তে বৃষ্টি কেন?
মেঘেরও কি ইচ্ছে করে না-
শুখনো খটখটে, নীরস বাঙালী হৃদয়কে
ভিজিয়ে একটু স্যাঁতসেঁতে করে দেয়?

ওহে নগেন মাষ্টার
শুধু কি সানি লিওনের রসেই ডুববে তুমি?
একটু আমার রসে ডুববে না?
শুধু কি ভণ্ডামির উচ্ছৃঙ্খলতায় মজবে তুমি
একটু আমার উচ্ছৃঙ্খলতায় মজবে না?

বাঙালী কবিরা বাঁজা হয়ে গেছে গো
বাঙালী কবিরা বাঁজা হয়ে গেছে।
আমার বুকে তারা শকুন্তলার বুক দেখে না
আমার চোখে তারা হরিণের চোখ দেখে না।
ওলাওঠা, মুখপোড়া কবিগুলো
আমার সাথে আর ফষ্টিনষ্টি করে না!

লজ্জা নেই, তাই তোমরা জিজ্ঞেস করো-
বসন্তে বৃষ্টি কেন?

© অরুণ মাজী

Painting by- Emile Eisman Semenovski

বসন্তে বৃষ্টি কেন?
Monday, March 20, 2017
Topic(s) of this poem: bangla,bangladesh,cloud,love,rain
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success