অভিবাদন জানাতে হাত নাড়াচ্ছি না বরং ডুবে যাচ্ছি ।। স্টেভি স্মিথ Poem by Rahman Henry

অভিবাদন জানাতে হাত নাড়াচ্ছি না বরং ডুবে যাচ্ছি ।। স্টেভি স্মিথ

Rating: 5.0


.
কেউ তাকে শুনছে না, মৃত লোকটি,
তবু শুয়ে শুয়ে আর্তচিৎকার করছে:
তোমরা যতটা ভাবছো তারও চে' দূরে চলে গেছি
অভিবাদন জানাতে হাত নাড়াচ্ছি না বরং ডুবে যাচ্ছি।

বেচারা লোক, সব সময় মজা করতে ভালোবাসতো
আর এখন সে মৃত
হৃৎপিন্ড বিকলের পক্ষে নিশ্চয় খুব বেশি শীতে ধরেছিলো,
লোকেরা বললো।

ওহ, না না না, বরাবরই খুব বেশি শীত ছিলো
[তখনও সেই মৃতব্যক্তি আর্তনাদ করছে]
জীবনের সমগ্রতা থেকে বহুদূরে চলে গিয়েছি
আর অভিবাদন জানাতে হাত নাড়াচ্ছি না বরং ডুবে যাচ্ছি।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* স্টেভি স্মিথ [২০ সেপ্টেম্বর ১৯০২ - ০৭ মার্চ ১৯৭১]: কবিতার জন্য কুইন্স গোল্ড মেডেলজয়ী ইংরেজ কবি ও ঔপন্যাসিক। পুরোনাম: ফ্লোরেন্স মার্গারেট স্মিথ। জন্ম ইংল্যান্ডের কিংস্টনে। মৃত্যু আ্যশবার্টনে। তার জীবনী নিয়ে একটি নাটক ও একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে।
.

* #StevieSmithPoems
.

This is a translation of the poem Not Waving But Drowning by Stevie Smith
Saturday, December 7, 2019
Topic(s) of this poem: death,life and death
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 09 December 2019

ওহ, না না না, বরাবরই খুব বেশি শীত ছিলো [তখনও সেই মৃতব্যক্তি আর্তনাদ করছে] জীবনের সমগ্রতা থেকে বহুদূরে চলে গিয়েছি আর অভিবাদন জানাতে হাত নাড়াচ্ছি না বরং ডুবে যাচ্ছি।/// Bengalized beautifully

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success