শাদা ।।ক্রেইগ রেন Poem by Rahman Henry

শাদা ।।ক্রেইগ রেন

Rating: 5.0

শাদা ।।ক্রেইগ রেন

.
বাঁধাকপি শাদা:
দৃষ্টিসীমার প্রান্তদেশ ধ্বনিমুখর

অটল অদম্য ঘোড়া,
এর নিজস্ব প্রদর্শনী ক্ষেত্র,

অকারণ যুদ্ধ।
.
*
.
শাদা টয়লেট টিস্যু.

এক খণ্ড ধূসরতা, পুরোটাই
ময়লার ঝুরির ভেতর,

কোষ-ঝিল্লির মত।

.
*
.
এখন বিদ্যুতের কথা:

ছোট ছোট বাল্ব, রৌপ্য-শাদা, জ্বলছে
ওয়াশিং বেসিনগুলোর মাথার ওপরে।
.
*
.
ময়লাটে শাদা, একটা কবুতর আলকাতরা মাখছে
আর পালক ঝাড়ছে রাজপথে।
.
*
.
সদ্যজাত মেষশাবকগুলো
নিজের পায়ে দাঁড়াচ্ছে:

হঠাৎ
হেঁচকি তুলছে।

স্যাঁতসেঁতে ঝামাপাথরে
গোধূলির আমেজ।
.
*
.
অভিন্ন আনন্দ রচনা করছে
বিভিন্ন ধাঁচের শাদা।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* ক্রেইগ রেন (০৩ ডিসেম্বর ১৯৪৪ -) : ইংরেজ কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, সাহিত্য সমালোচক ও সম্পাদক এবং শিক্ষাবিদ। বর্তমানে নিউ স্কুল, অক্সফোর্ডের প্রফেসর অ্যামেরিটাস।
.
*
#CraigRainePoems
.

This is a translation of the poem White by Craig Raine
Monday, December 4, 2017
Topic(s) of this poem: color,happiness
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success