যে ঘোর অন্ধকারে Poem by Suman Pal

যে ঘোর অন্ধকারে

যে ঘোর অন্ধকারে

এগিয়ে গেছে পৃথিবী

নিশীথ রাতে

এগিয়ে চল সেদিকে

যারা পিছিয়ে আছে

তারা তো চায়

এগোতে এগোতে

মৃত্যুর পরপারে যেতে

পিছিয়ে যেতে কে-ই বা চায়?

শুধু

তুমি আর আমি -

সেই একই

ফাঁকা নিস্তব্ধতা

আর একই

ফাঁকা হৃদয় নিয়ে

কেবলই

ফাঁপা বাঁশি বাজানোর ছলনা,

তোমায় আমায়

করেছে বিলীন ।




যে ঘোর অন্ধকারে

এগিয়ে চলেছে পৃথিবী

চল তুমি আর আমি

দু-একটি পায়ে

এগিয়ে চলি সেই দিকে -

যেখানে প্রেম-দয়া-মায়ায়

লেগেছে গ্রহণ কৃষ্ণ গহ্বরের

যেখানে গ্রাম আর শহরের বুকে

কালচে রক্তের অট্টহাসি

চল যায় সেখানে

যেখানে কামদুনি থেকে কন্যাকুমারিকা

একের পর এক

দিশা আর্তনাদ করে

রুদ্ধশ্বাসে,

যেখানে হাথরাসের বাল্মীকি

করে গান, তোলে ফুল

অবগাহন করে রক্তস্নাত জলে,

যেখানে উন্নাও এর নির্ভয়া

জলন্ত বুকে

মৃতপ্রায় সাপের মতো

উঠে দাঁড়ায়

বার বার ,

চল যায় সেখানে -

জরা-জীর্ণ

ভগ্ন

গঙ্গা-গোদাবরীর

পবিত্র তটে |

Thursday, October 8, 2020
Topic(s) of this poem: sad
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success