ত্যাগের মহিমা Poem by ABU SAYEM

ত্যাগের মহিমা

মোদের তরে আবার এলো
মহররম ফিরে,
বিশ্ব জাহান ফিরছে যেন
ফোরাত নদীর তীরে।
ভেসে আসে কর্ণে মোর
সেই হাহাকার ধ্বণী,
এই ভুঝি কাদছে মোর
নবীর নয়ন মনি।
কেমন করে জীবন দিল
নবীর জানের জান,
কারবালার ঐ মৃত্তিকা
রক্তে ভাসমান।
আদৌ ভবে দেখ কত
এজিদ সেনার ভক্ত;
তাদের দেহে বইছে যেন
সেই সিমারের রক্ত।
আজকে তোমার কথা ছিল
জাগবে মুসলিম বিশ্বে,
পারবেনা কেউ শীর উঠাতে
তোমাদের ঐ শীর্ষে।
শিক্ষা নিয়ে কারবালার
আবার উঠো জেগে,
শীর উঠিয়ে হাত মুঠিয়ে
চল উল্কার ভেগে।

COMMENTS OF THE POEM
Saima Sharif 10 February 2017

খুব ছোট ছোট শব্দ দিয়ে এত মহীমাময় দিবসের বর্ননা সত্যিই বিশেষ প্রতীভার বাহক। ধন্যবাদ।

2 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success