বাঙ্গালী।। Poem by zahin siddiqi

বাঙ্গালী।।

মোরা স্বাধীনচেতা, স্বদেশপ্রেমী, মোরা বীরের জাতি-
লড়াই করে মরতে জানি।
বিশ্ব দেখি, শান্তি খুঁজি-
পাথর মাঝে ফুঁটাই ফুল নিত্যদিনে।
মোরা রক্ত দিয়ে ছবি আঁকি,
আগুনটাকে ধরতে পারি,
আমরা যে ভাই বাঙ্গালী-প্রতিশোধ নিতে জানি।
ছিল সব রক্তচোষা,
লুটল তারা যা ছিল মোর সোনার ফসল।
নানান রকম ভাঁওতাবাজি,
চলতে থাকে বিশ্বব্যাপী ।
শত্রু ছিল, বন্ধু ছিল-
আমরা তাদের চিনতে পারি।
উথাল পাথাল ঢেউয়ের মাঝে শক্ত করে-
হালটা মোরা ধরতে জানি।
যুগ যুগ ধৈর্য ধরি,
সকল বাঁধা দিয়ে পাড়ি- চলতে জানি।
আমরা যে ভাই বাঙ্গালী-
কাঁদতে, কাঁদতে হাসতে জানি,
মোরা কাঁদতে, কাঁদতে হাসতে জানি।।

..............................................................................................................................................................................................................................................
১১জানুয়ারী,2014


নিউ ইয়র্ক।

POET'S NOTES ABOUT THE POEM
বাঙ্গালী জাতির স্বরূপ।
COMMENTS OF THE POEM
Musfiq Us Shaleheen 11 January 2014

very nice brother.... keep penning...

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success