অশ্রু কেন মায়ের চোখে Poem by Imran Islam

অশ্রু কেন মায়ের চোখে

Rating: 5.0

মাগো, অশ্রু কেন তোমার চোখে
কেন মেঘের আঁধার তোমার মুখে
বলো, কিসের তোমার ভয়?
তোমার খোলা মাঠে-বনে
শত্রুরা ফের আঘাত হানে
এই কী তোমার ভয়?
মাগো, এই তো তোমার ভয়!

তোমার ধন-রূপের মাঝে
দস্যিদের ওই শঙ্কা বাজে
তোমার বুকে হানতে আঘাত
শত্রুরা সব ধায়,
এই কী তোমার ভয়?
মাগো, এই তো তোমার ভয়!

তোমার বনের পাতায় তোমার সাগর জলে
শত্রুরা ওই বাসা বাঁধে দস্যি ছুটে চলে
ওরা তোমার পায়ে শিকল দিতে চায়,
এই কী তোমার ভয়?
মাগো, এই তো তোমার ভয়!

This is a translation of the poem The Fear Of Freedom by Imran Islam
Wednesday, August 12, 2020
Topic(s) of this poem: mom
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 12 August 2020

তোমার বনের পাতায় তোমার সাগর জলে শত্রুরা ওই বাসা বাঁধে দস্যি ছুটে চলে ওরা তোমার পায়ে শিকল দিতে চায়, এই কী তোমার ভয়? মাগো, এই তো তোমার ভয়! .... সুন্দর লিখন; স্বাধীনতার ভয় শুধু সাফল্যের রক্তে চিরঞ্জীব হওয়ার

0 0 Reply
Close
Error Success