বিস্বয় মহিমা Poem by ABU SAYEM

বিস্বয় মহিমা

রাত্রি যখন নীরব নিঝুম,
ডাহুক উঠলো ডাকি|
সেই ডাকেতে খুলে গেলো,
আমার দুটি আঁখি|
সবাই তখন ঘুমের ঘোরে,
আমিই কেবল জাগি|
মনের মাঝে সংগোপনে,
তাহার ছবি আঁকি|
অবাক আমি কেমন করে,
চালাও তুমি বিশ্ব|
কাউরে বানাও বাদশা তুমি,
কাউরে কর নিঃস্ব|
পারবেনা কেউ দিতে তোমায়,
এই মহিমার মূল্য|
এই ধরায়ে নেইতো কেহ,
তোমার সমতূল্য|

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success