জীবন যুদ্ধ Poem by Tushar Ray

জীবন যুদ্ধ

রণে ভরা জীবন পথে পথে
রোদন ধবনি উঠছে দিবানিশি
প্রেমের প্রদীপ বারেই নিভু নিভু
খাপেই ঢাকা থাকে জ্ঞানের অসি I

ওরে,
ভয় কিসে তোর্ কিসে সংকোচন?
করনা বাহির তরবারি খানি,
ঝনঝনিয়ে ঝাঁপিয়ে পরি রণে
প্রবল বেগে অজ্ঞানে দে হানি I

আঘাত লাগি উঠুক আগুন জ্বলে
দিক জ্বালিয়ে সঞ্চিত জঞ্জাল,
খাঁটি সোনাই থাকবে শুধুই পড়ে,
নিভবে যখন দারুন দাবানল I

তখন যে ভাই অরুণ আলোর ছটা,
ঝিকমিকিয়ে আসবে জীবন ভরে,
প্রেমের বায়ু জীবন তরীর পালে,
শিরশিরিয়ে বইবে অকাতরে I

অজ্ঞানতাই ত্রাসের কারণ ভাই,
সেটাই যে হয় ভয়ের জন্মভূমি,
তাই জ্ঞানের অসি মুক্ত রাখা চাই,
কভু গুপ্ত তারে রেখোনা গো তুমি I
- - - - - - - - - - - - -
সেপ্টেম্বর ১৬, ১৯৮৮; ডুয়েট, নিউইয়র্ক

Friday, June 5, 2015
Topic(s) of this poem: life and death
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Tushar Ray

Tushar Ray

Kolkata, India
Close
Error Success