<< আমাদের জীবন Poem by Abdul Wahab

<< আমাদের জীবন

আমাদের জীবন

আমাদের জীবন কেন এমন
সব কিছু থাকতেও
নাই কিছু এখন
কারা খেল এসে
লুটেপুটে
পিঁপড়ের মতন?

আমাদেরও মন আছে
আছে মনব্যথা
মুখ আছে, বুক আছে
আছে আনেক কথা
শুধু নাই জীবন
বলতে কি পার
কারা নিল এসে কেড়ে?

এই সরকার, ঐ সরকার
সবাই দিল তেল
যাদের আছে ভূরি ভূরি
যাদের আছে অঢেল
সব কিছু নষ্ট করল তারা
আমাদের তরে আছে শুধু
শীতল হাওয়া
তাও দেবে তারা বেচে
কম্পানীর কাছে
কিনে খেতে হবে একদিন
যেমন কিনে খাই আজ
তৃষ্ণা মেটানোর জল ।
,
সরকার নড়ে, সরকার সরে
গাছের পাতা নড়ে
বৃষটি পড়ে
আমাদের তরে
তবু কেন বলতে পারিস
গড়ের মাঠে গড়াগড়ি খায়
আমাদের ভাগ্য ধুলো খায়
জুতোর তলায়?
প্রশ্ন গুলো অতি সহজ
সবাই জানে
শুধু না জানার ছল করে চলে।

Saturday, July 19, 2014
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
Aftab Alam Khursheed 29 August 2014

Amaader jiwan keno emon we have made it bhai with the freedom that Almighty Lord has given to Us

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success