মায়া Poem by Dipankar Sadhukhan

মায়া

আজ আমি শ্রান্ত;
আমি বড়ই ক্লান্ত।
জানি না কি মোহে ছুটেছি
বার বার তোমার পিছে পিছে।
যতবার আমি চেয়েছি তোমাকে স্পর্শ করতে,
ততবার তুমি ঠকিয়েছে; দাও নি তোমাকে কখনো ছুঁতে।

তৃষ্ণায় মোর কণ্ঠ যখনই শুকিয়েছে,
তুমি তখনই এসেছ মোর হিয়ার কাছে
কিন্তু দাও নি তোমার অমৃত সুধা কখনও পান করতে মোরে।
মরুভূমির মরীচিকার মতো দূরে সরে গিয়েছ বারে বারে।
বুঝেছি তুমি মোর কেউ নও; তুমি এক মায়া
অথবা আমি যাকে চেয়েছি তুমি তার ছায়া।

©দীপঙ্কর সাধুখাঁ
Kolkata, India.
17th May,2015

মায়া
Saturday, May 30, 2015
Topic(s) of this poem: love and pain
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success