After Hundred Years From Today Poem by Abdul Wahab

After Hundred Years From Today

আজি হতে শত বর্ষ পরে

ঠিক আমার চলে যাবার পূর্ব মুহূর্তে
আমাকে আমার অন্তিম ইচ্ছা জিজ্ঞাসা করা হোক
আর দেওয়া হোক সেই ইচ্ছা পূরণের জন্য পর্যাপ্ত সুযোগ
আমি তুলে নিতে চাই আমার সকল কথিত কথা
পুড়িয়ে ফেলতে চাই আমার সকল লিখিত কবিতা
যদিও সেগুলি ছিল আমার রক্ত দিয়ে লেখা
যদিও সেগুলি ছিল আমার আগুন দিয়ে শেখা
তবুও আমি চাই না আজি হতে শত বর্ষ পরে, পড়া হোক
আমার একান্ত আপন দুঃখ, ছায়ার কাছে আমার হেরে যাওয়ার শোক
আমার ভাগ্যের বিরুদ্ধে আমার নেওয়া প্রতিটি উ ৎচারিত প্রতিশোধ
যদিও প্রতিটি শব্দ ছিল আমার সত্য গর্জন
যদিও প্রতিটি বাক্য ছিল আমার হৃদয় তপ্ত বিস্ফোরিত আগুন
তবুও আমি রেখে যেতে চাই না এই তিক্ত বিশ্বে সেই সব প্রস্ফুটিত ফুল
কারন আমার মতো চরম হতভাগ্যের দ্বারা লিখিত হয়েছিল
এই রিক্ত বিশ্বে সেই সব বিসাক্ত ভুল
তাই আজ অন্তর দিয়ে শোনা হোক আমার অন্তিম সত্য
লিলাম ফিরিয়ে আমার সকল লিখিত বা কথ্য, সকল কণ্টকময় শব্দ
দিলাম বিষণ্ণতার পরিবর্তে একটু মুচকি হাসি
এই ঘৃণার জগতে বলে গেলাম, ভালবাসাকেই আমি ভালোবাসি।

Saturday, January 17, 2015
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success