Ami Kromoso Dwip Hoye Jachchi Poem by Golam Rashid

Golam Rashid

Golam Rashid

Murshidabad, West Bengal, India

Ami Kromoso Dwip Hoye Jachchi

আমি ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি
আমি ক্রমশ দ্বীপ হয়ে যাচ্ছি
চারপাশে অথৈ জল
চারপাশে চারটে দেয়াল
খেতে চায় খেতে চায়
শুন্যে গড়া অদৃশ্য সেতু
ভেঙ্গে যায় ভেঙ্গে যায়

কোথায় আছে লুকানো রোদ
এই শহরের জানলাতে
মন তো আমার খুব করে চায়
তাকে সাজিয়ে রাখি আলনাতে

নিল বন যখন নিঝুম হয়ে যায়
নিশ্বব্দে ঝরতে থাকে শুকনো পাতা
শহরভেজা এত বৃষ্টি
তবু তো ধরিনি ছাতা

আমি তো চাইনি কোনো কিছু
শুধু বাড়িয়েছি এই হাত
কুয়াশায় ভিজে যদি ধরা দেয়
এক আধ টুকরো চাঁদ

জানি ঝড় - বৃষ্টি চলে গেলে
থাকে না কোনো আশা
এই আমার মতোই
একা পড়ে থাকে মায়াহীন ভালবাসা

Sunday, April 20, 2014
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Golam Rashid

Golam Rashid

Murshidabad, West Bengal, India
Close
Error Success