বাদীর নালিশ By (G M Horton) Poem by Madhabi Banerjee

বাদীর নালিশ By (G M Horton)

আমি কি একপাশে মনমরা হয়ে তাকিয়ে থাকবো
এবড়ো-খেবড়ো দুর্ভাগ্যকে নিয়ে?
আমার এই ব্যথাকে কি ঘৃণা করবে এ জগৎ
চিরকাল?
নিশ্চয় আমি কাটাবো দাসত্বের নিশা
আর আমার সকল আনন্দ ধরবে কি উড়ান
আমার এই স্থবির দৃষ্টি থেকে অনেক দুরে
চিরকাল?
সকল মন্দ তবু এক আশা ক্ষীন
ধরে রেখেছে এক রশ্মি খুশীর
বরং আমাকে একটু ঘুমোত দাও, আমি স্বপ্ন দেখি,
চিরকাল!
এখনও আমার হৃদয় খুঁজে বেড়ায় কিছু
বোকা অমসৃণ অষ্পষ্টতার মাঝেও কিছু আনন্দ
একেই কি বলে আশা, সহসা পুড়ে গেল আর আগুনের ঝলকানি
চিরকাল!
এক বেচারা বন্দী -আমাকে ছেড়ে যেও না
অন্ধ-খোঁড়া
আমি
যতক্ষন না পর্যন্ত্য হতাশা গ্রাস করে নেয়,
চিরতরে!
ঈশ্বর যার কাছে আমি আমার মনের কথা বলতে পারি
তোমাকে কি সকলে পেতে পারে না
এই অধস্তনকে করুনা করো
চিরকাল
এই দাসত্বের জীবন যবে শেষ হবে
এই দাসের জীবনকে অভিনন্দি কোরো
ওগো দয়ালবন্ধু-চিরদিন।।

This is a translation of the poem The Slave's Complaint by George Moses Horton
Saturday, March 5, 2016
Topic(s) of this poem: slave
COMMENTS OF THE POEM
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success