গোপন/ Hidden Poem by Rhymer Rhymer

গোপন/ Hidden

Rating: 5.0

ভালবাসা গোপন জিনিস
দেখানো যায় না হায়
আল্লাহ প্রেমিক দলে দলে ভালবাসে আল্লায়
(কি ভাবে? -গোপনে)
শয়তান ও বসে থাকে অন্তরে
তারে উৎখাত করো দিয়ে এক মন্ত্র রে
(কিভাবে? _গোপন জিকির দিয়ে)
জিকিরের নূরে শয়তান দূর
আলোতে অন্ধকার দুর
গোপন কলবে/কাল্বে গুপ্ত জিকির করে
পূর্ণ প্রেমিক গোপনতম / গায়েবের পথধরে

"সে দিন কোন কিছুই কাজে আসবে না
বিশুদ্ধ অঅন্তঃকরণ বা কাল্ব বিনা"
বিশুদ্ধতম আল্লাহ নিজেই গায়েব
গুণাবলী বা নামের আয়েব
জিকিরকারির দিল বিশুদ্ধ
কোন কিছু মিলেনা তথায়
আল্লাহর নূর ছাড়া সব নিষিদ্ধ

Wednesday, April 18, 2018
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 04 September 2019

জিকিরকারির দিল বিশুদ্ধ কোন কিছু মিলেনা তথায় আল্লাহর নূর ছাড়া সব নিষিদ্ধ /// beautiful

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success