চৌচির হয়ে যাচ্ছে বদ্বীপ ।। রহমান হেনরী (In Bengali) Poem by Rahman Henry

চৌচির হয়ে যাচ্ছে বদ্বীপ ।। রহমান হেনরী (In Bengali)

জাহাজ ভেঙ্গে যাবার পর, ঢেউ ও স্রোতের বিপরীতসাঁতারে
যারা পৌঁছে গিয়েছিলো কূলে, আমরা এখন আবার
তরণীবিমুখ ওইসব সাহসী নাবিকের কথা বলি:
সবুজ বনভূমি, ঋদ্ধ প্রান্তর, পাখি আর
দূরন্ত সব অশ্বারোহীদের কথা বলি;
আর দেখি, দলবদ্ধ কিম্ভূতপ্রাণিরা
সবৃক্ষমাটি খাচ্ছে, নদী গিলছে
ভূমিকম্পে চৌচির
হয়ে যাচ্ছে
বদ্বীপ

Saturday, September 12, 2015
Topic(s) of this poem: mother land,nation,reality
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success