জাহান্নাম বা দোজখ নিয়ে কথা /১/ Jahannam Ba Dojokh Niye Kotha Poem by Rhymer Rhymer

জাহান্নাম বা দোজখ নিয়ে কথা /১/ Jahannam Ba Dojokh Niye Kotha

দোজখ আল্লাহ সুভান ওয়া তা'আলার সৃষ্টির মধ্যে একটি
বিশেষ একটি নুরের অংশ দিয়ে তা সৃষ্টি
এর জ্বালানী হবে মানুষ আর পাথর
মানুষের মধ্যে যারা আল্লাহ কে মানে না
কিন্তু যদি সমস্ত মানুষ ই আল্লাহ কে মানতও
তবে শুধু পাথর ই হতো এর জ্বালানী
চুলার ভিতরে খড়ি দিয়ে আগুন করে ভাত রাঁধেন
ভাত কিন্তু পোড়েন না, খড়ি পুড়ে ছাই করে ফেলেন
তেম্নিতর দোজখ আল্লাহ মানলে ওয়ালাদের জন্য
ভাত রাঁধার মতো পরিষ্কার করে তাপে গুনাহ পুড়িয়ে নিবে
যার মধ্যে যে পরিমাণ গুনাহ তার ওজন হবে
সেই ওজন মতাবেক পোড়া হবে
স্বর্ণকার ওজন করে স্বর্ণকে এসিডে ছেড়ে দেয়
খাঁদ পরিষ্কার করে খাঁটী স্বর্ণ দিয়ে গহনা বানায়
আর আল্লাহ্বালা দোজখে পুড়ে জান্নাতের উপযোগী হয়
দোজখ আল্লাহ মানলে ওয়ালাদের জন্য
আল্লাহ কে মানেনা তাদের জন্য নয়

(চলবে/ আল্লাহ ওয়ালাদের কথা থেকে)

Friday, April 20, 2018
Topic(s) of this poem: mystic,mystical,mystical philosophy
POET'S NOTES ABOUT THE POEM
অনুতাপ আর অনুশোচনার আগুনে / চোখের জলে দোজখের আগুন দুনিয়ায় থাক্তেই নিভিয়ে নিন/ গুনাহ ঝরিয়ে নিন/ গুনাহ ঝরানোর অস্ত্র জিকির, মোরাকাবা ইত্যাদি...।
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success