Nokh Kata O Prem Poem by Malay Roychoudhury

Nokh Kata O Prem

নখ কাটা ও প্রেম
- - - - - - -
রবীন্দ্রনাথ, দেড়শ বছর পর একটা প্রশ্ন আপনাকে:
কে আপনার নখ কেটে দিত যখন বিদেশ-বিভূঁয়ে থাকতেন
সেই বিদেশিনী? নাকি চৌখশ সুন্দরী ভক্তিমতীরা?
যুবতীরা আপনার হাতখানা কোলের ওপরে নিয়ে নখ
কেটে দিচ্ছেন, এরকম ফোটো কেউ তোলেনি যে
ওকামপো'র হাঁটুর ওপরে রাখা আপনার দর্শনীয় পা?

মহাত্মা গান্ধির দুই ডানা রাখবার সাথিনেরা
বোধহয় কেটে দিত নখ; কেননা বার্ধক্যে পৌঁছে
নিজের পায়ের কাছে নেইলকাটার নিয়ে যাওয়া, ওফ, কি
কষ্টকর, আমার মতন বুড়ো যুবতীসঙ্গীহীন পদ্যলিখিয়েরা
জানে, প্রেম যে কখন বয়সের দাবি নিয়ে আসে

ফিসফিসে লোকে বলে সুনীলদার প্রতিটি নখের জন্যে
উঠতি কবিনী থাকে এক-একজন । জয় গোস্বামীরও
ছিল, তারা ঝাঁপিয়ে পড়েছে সমুদ্রের পাঁকে, জাহাজকে ছেড়ে ।
চাইবাসার ছোটোঘরে শক্তিদার নখ কেটে দিচ্ছেন প্রেমিকাটি
দেখেছি যৌবনে । বিজয়াদিদির নখ কেটে দ্যান কি শরৎ?

যশোধরা তোর নখ কেটে দিয়েছে তৃণাঞ্জন কখনও?
সুবোধ আপনি নখ কেটে দিয়েছেন মল্লিকার পা দুখানি
কোলের ওপরে তুলে? কবি কত একা টের পেতে, তার পা-এ
তাকালেই বোঝা যায় । যেমন জীবনানন্দ, হাজার বছর
খুঁজে চলেছেন কবে কোন বনলতা নখ কেটে দিয়ে যাবে তাঁর ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success