আরেকটি স্বপ্নস্মৃতি ।। রহমান হেনরী (Poem In Bengali) Poem by Rahman Henry

আরেকটি স্বপ্নস্মৃতি ।। রহমান হেনরী (Poem In Bengali)

ওপরে ধূসর রঙ, তীব্র মৃতমাছের আকাশ __
আমরা কেউই কোথাও যাচ্ছি না বলে
মাঝপথে দুজনের দেখা হয়ে গেল;

মনে করো, গলে পড়ছে ভদ্রঋতু __
এই ভাদ্রমাস, আমাদের নির্লিপ্ত মাংসের ভেতরে
খুঁজে দেখছে, প্রেম বহে রক্তে না অস্থিতে!

নতুন জঙ্গলদেশে আমাদের সদ্যতোলা ঘর
অভিধান খুলে দেখছে, সংসারের কী কী মানে
লেখা থাকে শব্দার্থের পাশে কমা দিয়ে;

মনে করো, ধসে পড়বে এশিয়ার আরও কিছু
স্তম্ভ-খিলান; সমুদ্রঢেউয়ের পথে হেঁটে যাবে তুমি
স্বপ্ন ও প্রণয়স্মৃতি মুড়ি-মুড়কির মতো ছিটাতে ছিটাতে

Wednesday, September 2, 2015
Topic(s) of this poem: politics
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success