সংসদীয় পদ্ধতিতে বৃত্তের ধারণা ।। রহমান হেনরী (Poem In Bengali) Poem by Rahman Henry

সংসদীয় পদ্ধতিতে বৃত্তের ধারণা ।। রহমান হেনরী (Poem In Bengali)

বৃত্ত হলো সেই অবাস্তবতা, যদি সত্যিকার অর্থেই কোনও অস্তিত্ব থেকে থাকতো তার, ঠিক কেমন দেখাতো, মোটামুটি সেরকম একটা আকৃতির আধামাত্রিক অনুমান তুলে ধরতেই যা আঁকা হয়ে থাকে। দুইপ্রান্ত জুড়ে দেয়া ওই হাস্যকর বক্ররেখাটির কথা ভাবুন একবার! গোলাকার এক ক্ষেত্রের ভেতরে বেশুমার বিন্দু থাকলেও, ওখানে একটামাত্র বিন্দুকেই কেন্দ্র নামে কল্পনা করা হচ্ছে! ভাবনাটাকে যদি আরেকটু স্পষ্ট করতে চান, বৃত্তের এই ধারণা বিল আকারে পাঠিয়ে দিন সংসদে । গণতন্ত্রকে বলুন, এটা একটা প্রস্তাবনা। দেখবেন ৩৫০টা বিন্দু কল্পনা করে, ওরা ঠিক ততটাই বৃত্ত এঁকে ফেরৎ পাঠাবে আপনার কাছে। সেই বিলে, কিছুতেই অনুমোদনমূলক স্বাক্ষর দেবার সুযোগই পাবেন না, মহামান্য রাষ্ট্রপতি!

Thursday, September 3, 2015
Topic(s) of this poem: politics
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success