সাল সাবিল ১৩ (Sal Saabil Bangla Poem ১৩ @sakisabre) Poem by SAKISABRE Saki

সাল সাবিল ১৩ (Sal Saabil Bangla Poem ১৩ @sakisabre)

: : : : আব্বা নেই বলে: : : :

বাড়ির উঠানে শেওলা জমে গেছে -
আব্বা নেই বলে।
তেমন একটা আত্ত্বীয় স্বজনেরও আনাগোনা নেই-...
আব্বা নেই বলে।
কেবলই এবাড়ি ওবাড়ি ঘুরে নামনাজানা
গুটি কয়েক ওয়ারিশ দাবীদার;
কেবল আব্বা নেই বলে।
উঠানের পূর্ব কোনে seedless লেবু গাছটিও নেই -
রান্না ঘরের পাশে নেই উল্টো মরিচ গাছ;
আরও কত কিছু নেই?
শুধু আব্বা নেই বলেই ।
গোয়াল ঘর উঠে গেছে, রান্না ঘর attached হয়ে গেছে;
বেসিন এসেছে, fridge আরো কত কি?
পুরোনো সাদাকালো TV আর কখনো চলে নি;
অযত্নে পড়ে আছে নষ্টের ছলে -
শুধুই আব্বা নেই বলে।
নামাজ বেলাতে কানেতে বাজেনা আর সূরার ধ্বনি;
ফজর শেষে জলচৌকিতে মুড়ি চায়ের পাই না আর শব্দ -
শুধুই আব্বা নেই বলে।
স্টেশন এ আর কেউ প্রতিক্ষায় থাকে না;
শহুরে ছেলেরা বাড়ি আসবে বলে,
এখন আর তেমন কাউকে স্টেশন এ পাই না -
কেবল আব্বা নেই বলেই।
বুকে বুক রেখে -
শত দায়িত্ব কর্তব্য আর বিসর্জন দিতে পারি না
আব্বা নেই বলে II
নির্ভরযোগ্য হাত ধরে পথ চলা হয় না আর -
আব্বা নেই বলে II

Saturday, May 9, 2015
Topic(s) of this poem: spring
COMMENTS OF THE POEM
Ruby Mostazir 09 May 2015

Heart touching ......onek bhalo laglo.

0 0 Reply
Jahooru Islam 09 May 2015

পড়ার জন্য অনেক ধন্যবাদ!

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
SAKISABRE Saki

SAKISABRE Saki

Tangail
Close
Error Success