Sanat Kumar Banerjee

Sanat Kumar Banerjee Poems

পান্তা খেতে পান্তা বুড়ি গিয়েছে তালতলা,
পুরুত মশাই গামছা বেঁধে এনেছে চালকলা।
কোঁচড় ভরা মুড়কি নিয়ে
গোঁসাই বাড়ির মায়ে ঝিয়ে,
...

শুনতে পেলাম পাটনা গিয়ে
সর্ষে বেটে বাটনা দিয়ে
লঙ্কা কাঁচা দিয়ে তাতে
সুতোয় বেঁধে কলার পাতে
...

You are infinite in time and space,
You have no body, you have no face.
You are unbound,
You are the light, you are the sound.
...

After dinner, as I went to bed
Ghosts started pulling my head
I light up the room
And brought a big broom
...

আটচালার ঐ চালের মাথায় চালকুমড়ো ফলে,
চালতাতলায় ছাতারেরা জুটছে দলে দলে।
দীঘির জলে শালুক ফোটে,
ভ্রমর ফুলে ফুলে ছোটে -
...

চশমা পরা চশমা পাখী আমের ডালে বসে,
স্লেট পেন্সিল নিয়ে আবার কিসের হিসেব কষে?
পোকায় খেল দশটা টাকা,
এদিক ডানার পকেট ফাঁকা -
...

খাবার পরে রাতের বেলা যেই গিয়েছি শুতে
খিমচি দিয়ে চিমটি কেটে জ্বালায় কেন ভুতে?
যেই জ্বেলেছি শলাই কাঠি
ভুত বাবাজির দাঁতকপাটি -
...

পান্তা খেতে পান্তা বুড়ি গিয়েছে তালতলা
পুরুত মশাই গামছা বেঁধে এনেছে চালকলা
কোঁচড় ভরা মুড়কি নিয়ে
গোঁসাই বাড়ির মায়ে ঝিয়ে
...

গাধার ডাকে চমক খেয়ে জুড়লো হুলো গান,
কুকুরগুলো চেঁচিয়ে ওঠে বধির হোল কান।
বোঝার ওপর শাকের আঁটি,
লাগল দাঁতে দাঁতকপাটি -
...

গরমে বাতানুকূল শীতকালে কম্বল,
প্রথমে সুক্তো আর শেষপাতে অম্বল।
শিশুকালে হামাগুড়ি,
বয়স হোলে বুড়োবুড়ি -
...

নিভিয়ে আলো পাড়ার সবাই যেমন ধারা শুলো,
তারস্বরে ডাকতে থাকে পাড়ার কেলো ভুলো ।
সদ্য কাঁচা ঘুমের দফা,
রাতের মতন এবার রফা -
...

গাংপুরেতে পুকুর ধারে গাংশালিকের ঘর,
মেয়ের বিয়ে ঠিক হয়েছে ইঞ্জিনিয়ার বর।
দিতে হবে পণের টাকা,
এদিকে যে পকেট ফাঁকা -
...

বেলগাছেতে বেহ্মঠাকুর নিমের দাঁতন কানে,
পেঁপের ডালে কল্কে সেঁটে গয়ার তামাক টানে।
মাথায় টিকি খড়ম পায়ে,
পৈতে গলায় উদোম গায়ে -
...

খাবার পরে রাতের বেলা যেই গিয়েছি শুতে,
খিমচি দিয়ে চিমটি কেটে জ্বালায় কেন ভুতে?
যেই জ্বেলেছি শলাই কাঠি,
ভুত বাবাজির দাঁতকপাটি -
...

ব্রকোলি কিসে দেয় - স্যালাড না পাস্তা,
ব্রকোলি কখন খায় - ডিনার না নাস্তা।
ওবামা সুখে খায়,
বুশ দেখে ক্ষেপে যায় -
...

Shower on forest hill, Thane would be fain,
Needs turning off fan with few drops of rain.
Clouds covering the sky -
Western wind blowing high
...

সকালবেলায় নরম রোদে প্রজাপতির মেলা
কাঠবেড়ালি দৌড়ে বেড়ায় সারা সকালবেলা।
আমের ডালে পাতার ফাঁকে
লেজ নাচিয়ে দোয়েল ডাকে
...

আকাশেতে উড়ে চলে হাঁসেদের দল
তাই দেখে চখা বলে ‘চল চখী চল।
ঘুরে ঘুরে দেশে দেশে
নলবনে ফিরে এসে
...

সোদর বনের দক্ষিণরায় কাবু হাঁটুর ব্যাথায়
স্কচ হুইস্কি মালিশ করে কবিরাজের কথায়
মাঝের থেকে নেশার ঘোরে
রাত ফুরুলে প্রথম ভোরে
...

হাল্কা রোদে টুনটুনিটা পাতার ফাঁকে ফাঁকে
আলোছায়ায় নেচে নেচে টুইট টুইট ডাকে।
টিকির দেখা যায় কি না যায়
সরু ঠ্যাঙে কেবল লাফায়
...

The Best Poem Of Sanat Kumar Banerjee

Limerick - 26 (Bengali)

পান্তা খেতে পান্তা বুড়ি গিয়েছে তালতলা,
পুরুত মশাই গামছা বেঁধে এনেছে চালকলা।
কোঁচড় ভরা মুড়কি নিয়ে
গোঁসাই বাড়ির মায়ে ঝিয়ে,
সকাল থেকে তবলা নিয়ে চলছে সাধা গলা।

Sanat Kumar Banerjee Comments

Sanat Kumar Banerjee Popularity

Sanat Kumar Banerjee Popularity

Close
Error Success