zahin siddiqi

zahin siddiqi Poems

1.

Meet a yogi on the way
Meditative incarnation.
He was upset to see me
He wanted to know how I was.
...

মোরা স্বাধীনচেতা, স্বদেশপ্রেমী, মোরা বীরের জাতি-
লড়াই করে মরতে জানি।
বিশ্ব দেখি, শান্তি খুঁজি-
পাথর মাঝে ফুঁটাই ফুল নিত্যদিনে।
...

Wake up, wake up for the little one,
Wake up for the green.
Wake up, wake up for the novice,
Wake up for truth and peace.
...

Bangladesh, I see blood in your hands,
Bangladesh, I hear cries in your lands,
Bangladesh, they are trying to burn the flag,
Bangladesh, I feel shake in your map.
...

স্বপ্ন ছিল ঢাকা হবে করাচী,
সিলেট ভুমি আবাদ হয়ে হবে তার সাথী।
বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী আর খুলনা,
সবখানেতে থাকা চাই ''মৌলবাদী নিশানা ''।
...

6.

Like dew-drenched grass
Green pleasant,
The mind is so fresh with her
Gentle incomparable.
...

Somewhere far away when the day ends-
Stealing the night in the light of day.
In my backyard-
Someone lightened
...

Mujib, you are my day
My night full of stars,
Mujib, you are a soft morning
Thousand years wide.
...

What is the benefit of keeping birds in cages?
Oh stone, Oh stone, Oh human form.
Read the book 'Animals are beautiful in the Forest'
In which mind are you putting them in the cage?
...

আমি ভালোবাসি দূর্বাঘাস কুয়াশায় ভেজা,
ভালো লাগে নীল আকাশ।
ভালো লাগে বনের পাখি,
নানান রঙের পালক।
...

তুমি কি সন্তুষ্ট
যে জীবন তুমি করছো যাপন?
মানূষ এবং জনতা
কেমন করে লড়ে যাবে দেখো।
...

বন্ধু বলতো ''বিশ্বাস পরম অধর্ম'
মানেটা বুঝতামনা।
সেই ছোট বেলার কথা
বয়স পনেরো ষোল।
...

স্বাধীনতা খোদার দান
----------------------
স্বাধীনতা তুমি খোদার দান
বাংলা ছিল মহাশ্মশান।
...

কাগজের নৌকা
ভেসে যায় অবেলায়
কখনো সেচ্ছায়
কখনোবা অলক্ষ্যে
...

আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ
আমার
ভিক্ষা চাই বারে বার।
আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার।
...

মুজিব তুমি আমার দিন
তারায় ভরা রাতি,
মুজিব তুমি স্নিগ্ধ সকাল
যোজন যোজন ব্যাপী।
...

কে কারে মনে রাখে জীবনের খেয়ায়
মেতে আছি রঙে ভরা ধরার মায়ায়।
স্রস্ঠার উপহার মানবজীবন
এক হতে অন্যের করছে সৃজন।
...

নিজ থেকে বেশী করে
যেজন জানে তোমাকে
খুব কাছে অথচ বড়ই অচেনা সে।
যে পড়লোনা তোমার কবিতা
...

আমি বাংলাকে দেখি নিজের মতো
দেখি মনের চোখে।
ভালবাসি সবুজ তাই
ভালবাসি বাংলাকে,
...

The Best Poem Of zahin siddiqi

Hope.

Meet a yogi on the way
Meditative incarnation.
He was upset to see me
He wanted to know how I was.
He said the year will go well
Dark nights will reduce durability
The night will be illuminated by their light.
No child will cry because of hunger
Everyone will be asleep in happiness
The texture will bear the harvest of love.
I believe there will be no robbery
Injustice will be far away,
No one will spend the day of suffering in injustice,
The year of peace will come.
In the darkness of tears and smoke
Don't cut time like in the past
No one will be homeless.
The bourgeoisie, the communal evil
And the corrupt will get the ultimatum.
New rice eating festival will be in new taste
New day is coming, wait and welcome her.
Than a saint joined Yogi
The same essence of speech
The inevitable truth 'disappears
Nobody knows
Great man, Sufis get good news in pursuit
They can count the waves.
Affected world, affected motherland
To keep a cheerful heart and mind happy
By the grace of God,
In the love of the Creator.
------------------------
Zahin Siddiqi.
30/7/21

zahin siddiqi Comments

zahin siddiqi Popularity

zahin siddiqi Popularity

Close
Error Success