Moloy Mazumdar

Rookie - 92 Points (29/10/1971 / Siliguri)

ফুলের ইস্তেহার -১৬

ফুলের ইস্তেহার -১৬
-মলয় মজুমদার
মনিয়ার জন্য এই দুপুর রাতে জেগে দেখি সীমান্তের নগ্ন শেকল
মনিয়ার জন্য হলুদ ফুল চুরি করে ফিরে আসি একলা মেঘে
কোথায় সে মেঘ? মনিয়ার আঁচলে, তিস্তার ঘাটে, সেবকের
জঙ্গলে । আর আমার এই অচেনা শীতে হিমসকাল ফেরে বারবার,
কখনো ঈর্ষা আর আবিচ্ছিন্ন ঝড়ে গ্রন্থের প্রবচনগুলো নস্ট হয়ে যায়
সব বিলুপ্ত কাব্য চিরকালই অনুচ্চারিত থাকে প্রেমের ভাষাতে
অথচ এই শান্ত বনভূমির দেশে কতবার হলুদ ফুলকে ডেকেছি মনে,

[Report Error]