পুতুল নাচ Poem by Pijush Biswas

Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India

পুতুল নাচ

চিংড়ি বিংড়ি নাচ পুতুল
রাতের শোভা পেয়ে
মাঝ আকাশে চাঁদ উঠেছে
নাচরে নাচরে গেয়ে
নাইরে নাইরে তোদের ভুল

দিব্যি বাবু তোদের দেখে
উঠলো নেচে অন্তরে
জানিস কি রে কিসের মজায়
উঠলো আসর ভরে?
উঠলো সবাই হেঁকে!

তরু ছায়ার অন্তরালে
জোনাক যখন ওড়ে
তোরা যাসনি পিছে;
তখন তারা গায়ে পড়ে
ভালোবাসার ভালে

গভীর রাতের গুনগুনানি
যাবে তখন কান চেপে
ঘুম যখন চক্ষু ভজায়
ঘুম আসে যখন মেপে
তোরা তখন ফুলদানি।



লেখা হয়েছে:
ইং-06/07/2020

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India
Close
Error Success