চরকায় বাঁধা ছোট্ট জীবনখানি
মস্ত বড় যেন খরস্রোতা নদী;
উলের মত স্নিগ্ধ কোমল মনে
দাগ কেটে দিয়ে করেছে গৃহবন্দী।
মনের জানালায় আজ দুঃখের পথিক
স্তব্ধ সুখের পরিশ্রমী দুর্বল পথচারী;
কাঁটা, পেরেকের ছড়ানো জীবনের রাস্তা
হাতে পড়িয়েছে রক্তাক্ত নিশ্চুপের হাতকড়ি।
উদ্দাম সবুজাভ আনলপ্রভ স্ফূর্তির সূচনা
ঝোড়ো দমকা একটা বাতাসের বড়ই বেদনা;
গেয়ে চলে দুঃখের সুরে হাসি পড়া মুখোশে
পূর্ণতা পায় অসংজ্ঞাত প্রাণ শুকনো পাতার পরশে।
বাকলহীন বরণাত্মক চিরাচরিত হৃদয়
খোঁজে সেই ঝরাপাতা নিরাশার ঝোপঝাড়ে;
ছাইভস্মে নিশ্চিহ্ন সবুজ একটা ছাপ
যা বাড়িয়ে দেয় বেদনা এই হৃদমাঝারে।
তরতাজা সুহাস দামামা বাজায় ক্ষণে ক্ষণে
সমান্তরাল বৃষ্টিধারায় মনটা বড়ই চনমনে;
হারিয়ে গিয়ে নিখোঁজ হয়েছে বাতাসে ভেসে
সেই পাতাটা রুক্ষ মনে দুমড়ে মুচড়ে রয়েছে হেসে।
দুর্বলতা আকড়ে রইলেও ভীষণ প্রিয় ফিরে আসা
এই কোশ প্রাচীরভেদ্য হয়েও হাসিটাই নিরাশা;
সুপ্ত মনে আশা জাগানোর পন্থা নিয়ে বেঁচে
এই ঝড়াপাতা বেশ সুখের স্মৃতির বেদনায় নেচে।
অনাবিল সুখের চাহিদায় কান্নায় ভেজা মন
সুখের শুকনো পাতায় যেন উদাসীন জীবন;
মনপ্রানে সাথী করে নিয়ে সেই টুকরো পাতা
হাসতে হাসতে সুখ যোগাচ্ছে জীবনের ব্যস্ত খাতা।