শুকনো পাতা Poem by Puskar Sikdar

শুকনো পাতা

চরকায় বাঁধা ছোট্ট জীবনখানি
মস্ত বড় যেন খরস্রোতা নদী;
উলের মত স্নিগ্ধ কোমল মনে
দাগ কেটে দিয়ে করেছে গৃহবন্দী।
মনের জানালায় আজ দুঃখের পথিক
স্তব্ধ সুখের পরিশ্রমী দুর্বল পথচারী;
কাঁটা, পেরেকের ছড়ানো জীবনের রাস্তা
হাতে পড়িয়েছে রক্তাক্ত নিশ্চুপের হাতকড়ি।
উদ্দাম সবুজাভ আনলপ্রভ স্ফূর্তির সূচনা
ঝোড়ো দমকা একটা বাতাসের বড়ই বেদনা;
গেয়ে চলে দুঃখের সুরে হাসি পড়া মুখোশে
পূর্ণতা পায় অসংজ্ঞাত প্রাণ শুকনো পাতার পরশে।
বাকলহীন বরণাত্মক চিরাচরিত হৃদয়
খোঁজে সেই ঝরাপাতা নিরাশার ঝোপঝাড়ে;
ছাইভস্মে নিশ্চিহ্ন সবুজ একটা ছাপ
যা বাড়িয়ে দেয় বেদনা এই হৃদমাঝারে।
তরতাজা সুহাস দামামা বাজায় ক্ষণে ক্ষণে
সমান্তরাল বৃষ্টিধারায় মনটা বড়ই চনমনে;
হারিয়ে গিয়ে নিখোঁজ হয়েছে বাতাসে ভেসে
সেই পাতাটা রুক্ষ মনে দুমড়ে মুচড়ে রয়েছে হেসে।
দুর্বলতা আকড়ে রইলেও ভীষণ প্রিয় ফিরে আসা
এই কোশ প্রাচীরভেদ্য হয়েও হাসিটাই নিরাশা;
সুপ্ত মনে আশা জাগানোর পন্থা নিয়ে বেঁচে
এই ঝড়াপাতা বেশ সুখের স্মৃতির বেদনায় নেচে।
অনাবিল সুখের চাহিদায় কান্নায় ভেজা মন
সুখের শুকনো পাতায় যেন উদাসীন জীবন;
মনপ্রানে সাথী করে নিয়ে সেই টুকরো পাতা
হাসতে হাসতে সুখ যোগাচ্ছে জীবনের ব্যস্ত খাতা।

This is a translation of the poem The Dry Leaf by Puskar Sikdar
Thursday, March 13, 2025
POET'S NOTES ABOUT THE POEM
'শুকনো পাতা' কবিতাটি প্রকৃতির এক নিঃশব্দ সাক্ষী, যা সময়ের প্রবাহ, অনুভূতির ক্ষয় এবং জীবনের অনিবার্য পরিবর্তনের কথা বলে। পাতার ঝরে পড়া যেমন নতুনের আগমনের ইঙ্গিত, তেমনি মানুষের জীবনের অতীত অভিজ্ঞতা ও স্মৃতির মর্মস্পর্শী কাহিনীও তুলে ধরে। এই কবিতায় আমি প্রকৃতি ও জীবনের অন্তর্নিহিত সংযোগকে তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে প্রতিটি শুকনো পাতা এক একটি স্মৃতি, এক একটি গল্প।
COMMENTS OF THE POEM
Close
Error Success