Sarder Tawhid Imam

Rookie (August 28,1992 / Dhaka, Bangladesh)

আলো-আঁধারে...

আমরা আঁধার পথের পথিক, নইকো অজ্ঞবাসী।
শির উঠিয়ে চলতে জানি, আলোর ধুলোয় ভাসি।

পৃথিবীকে মোরা বুঝে থাকি এক নতুন রঙের আঁচে,
নিত্য নতুন শিখছি মোরা, থমকে সময় পাছে।

আমাদের কাছে প্রকৃতি ও সুন্দর শুধুই কাব্য স্তুতি,
আমাদের কাছে বর্ষা শুধুই ক্ষীণ বোধ্য এক শ্রুতি।

[Report Error]