Sayani Basu

Sayani Basu Poems

প্রথমে আমার অনুভূতি
নিঃশব্দ নীরব হয়ে থাকত
ক্রমে ধীরে, অসহিষ্ণু আমি
চারতলায় পায়রাদের সাথে
...

The Best Poem Of Sayani Basu

জড়ের স্বপ্ন

প্রথমে আমার অনুভূতি
নিঃশব্দ নীরব হয়ে থাকত
ক্রমে ধীরে, অসহিষ্ণু আমি
চারতলায় পায়রাদের সাথে
পরম সুখে বাস
এখানে কুঁকড়ানো চাদর
ওখানে ইঁদুরের দৌড়
একটা কাক মাঝে মাঝে আসে
একদিন একটা পালক দিলো
বলল "সুড়সুড়ি খেয়ো"
আমার অনুভূতি আবার নিথর
বাতাসে পালক-
তারপর সেই "সাঁই-ই-য়া ছোড়ও বাঁইয়া"
উফ! কি অসহ্য গরম ঘামের গন্ধটা কি তীব্র
আবার জন্ম নেয় বাৎস্যায়ন মাতৃযোনি হতে
লেখে কামসূত্র
একদিন গীতা বলেছিল কামনার দ্বারা কামনার উপশম হয় না
ভুল, ভুল - আমি করেছি উপশম
এখন আমি অমৃতাভ
হয়ত বা বোধহীন, জড়ভরত
স্বপ্ন দেখি একটা ভারত গড়ে তুলব
একবার যদি ফিরে আসি ।

Sayani Basu Comments

Sayani Basu Popularity

Sayani Basu Popularity

Close
Error Success