Yakub Ali

Yakub Ali Poems

কুৎসিত মন


আমার মন চালানোই বড় দায়
...

রূপ সাগরের মাঝি
...

বাংলা নারীর বাংলা বেশ
এখন শুধুই স্মৃতির লেশ।
চুল কাটিয়া করছে বাল
শুনতে বড়ই বে-মাতাল।
...

আলবদর আর রাজাকার
ভেঙ্গে ফেল তাদের ঘাড়,
ভ্রান্ত তাদের চিন্ত্ ধারায়
অমঙ্গল এই দেশ মাতার।
...

গনতান্ত্রিক এই দেশেতে রাজনীতি না ফাজনীতি?
অবিরাম চলছে দেখো দেশ ধোলাইয়ের সাজনীতি।
যোগসাজশি আমলারা আজ আমন্ত্রিত অতিথি
আরশোলারা ঘরে বসেই উড়ার মারে দিনপ্রতি।
...

আয়েশের এই পূথিবী, যদিরে পায়েশ হতো
ক্ষুধাতুর লাখ জনতা, তারে আজ পিশে খেতো।
যদিরে হতো রুটি, ধরতো পুটি এই জনতা
তারে আজ ভেজে খেতো, রুটির সাথে খুব সাধুতা।
...

শকুঁনের দৃষ্টিটা দিনদিন দুর্বল হয়ে পড়েছে
সে আর দূর থেকে মৃত পশুর নিথর দেহ দেখতে পায় না।
ঈগলের ধারালো নখ ভোতা হয়েছে প্রায়
খামছে ধরা শিকারটা পিছলে যায় অনায়াসে।
...

যদি বলি নস্টালজিয়া, তবে হবে ভুল
যদি বলি সত্য তবে হারাবো সব কূল।
সামনে আমার যে পথ আছে বালুর আস্তরন
হাঁটতে গেলে হোচট খেয়ে হচ্ছি অচেতন।
...

বয়স বেশি নয়,
শৈশব পেরিয়ে কৈশরে কেবল,
কে জানে এমন ছোবল,
কেড়ে নেবে তার দুরন্তপনা।
...

আমি স্বাধীন কিন্তু মুক্ত নই,
নির্বুদ্ধিতার আড়ালে হুজুগে বাঙ্গালীর স্বপ্ন মাড়ানো অতিথী মাত্র।
আমার অস্থায়ী চাহনী স্বাধীন ভাবে ভাবতে অনুপ্রেরনা দেয়,
মুক্ত চিন্তার অনেক দূরে আমি এক অতিথী মাত্র।
...

The Best Poem Of Yakub Ali

Kutshit Mon

কুৎসিত মন


আমার মন চালানোই বড় দায়
তার উপরে তিনটা মেয়ে মনের ঘরে জাত মারায়।
জাতের নারী অজাত রূপে অচীন ঘরে আসছে তাই
চিন পরিচয় জেনে আমি সংগ দেবার ডাক পাঠাই।

আমার রঙ্গ হলো সাড়া
ডাকের দেবী ঘুমাচ্ছে আজ ডাক পাঠাবে কারা।
আমার আবেগ গেল অবলাতে বিবেক গেল মারা
আমার সরলতার সুযোগ নিয়ে করছে নাড়াচাড়া।

দোষ কি শুধুই আমার?
একটা মানুষ তিনটা ধরার সাধ্য আছে কার?
দেখো অবনতি হচ্ছে আজি আমার অবস্থার
একটা নিয়ে ভাব করে যে সেইতো চমৎকার।

সেপ্টেম্বর ২০১১

Yakub Ali Comments

Yakub Ali Popularity

Yakub Ali Popularity

Close
Error Success