Young Hungry

Young Hungry Poems

দেশময় এত্ত ইস্যু, এত্ত হুলুস্থুল আর সহ্য হচ্ছে না শোভা,
আমি মনে হয় দুশ্চিন্তায় আর উত্তেজনায় পাগল হয়ে যাব!

সাহিত্য-ফাহিত্য একদম লাথি মেরে চলে যেতে ইচ্ছে করছে শোভা,
...

দেশময় এত্ত ইস্যু, এত্ত হুলুস্থুল আর সহ্য হচ্ছে না শোভা,
আমি মনে হয় দুশ্চিন্তায় আর উত্তেজনায় পাগল হয়ে যাব!

সাহিত্য-ফাহিত্য একদম লাথি মেরে চলে যেতে ইচ্ছে করছে শোভা,
...

The Best Poem Of Young Hungry

শোভা ও সভ্যতা

দেশময় এত্ত ইস্যু, এত্ত হুলুস্থুল আর সহ্য হচ্ছে না শোভা,
আমি মনে হয় দুশ্চিন্তায় আর উত্তেজনায় পাগল হয়ে যাব!

সাহিত্য-ফাহিত্য একদম লাথি মেরে চলে যেতে ইচ্ছে করছে শোভা,
আমার নিউরন গুলো জ্বলে যাচ্ছে দুশ্চিন্তায় আর উত্তেজনায়,
শোভা! এত্তটা উত্তেজিতো তো তোমার পাশে শুয়েও হইনি কক্ষনো।

চারপাশের নরমাংস ভোগীদের রক্ত-লাশের উৎসব চলছে!
অগ্নি-পূজারীতে দেশ ছেয়ে গ্যাছে আজকাল,
বাস- ট্রেন-মানুষ-সেলাইকল সব কিছুতেই আগুন জ্বালাচ্ছে পুন্যের আশায় ।
৬ ইঞ্চি মেকআপে ঢাকা সংবাদ-পাঠিকা তবুও দেখা দিয়ে যান রোজ রোজ,
আর আমার মাথায় হাত বুলিয়ে খাইয়ে দেন বেড়ে ওঠার ডেইলি ডোজ!
শোভা! ! ! ইদানীং আবার সবার কাছে শিশু হয়ে গ্যাছি,
রোজরোজ বর্ণ-মালা শিখতে শিখতে আমি ক্লান্ত শোভা
চেতনার দিক্ষা নিতে নিতে, আজ আমি ক্লান্ত! !

শোভা! আমি আর পারছি না, আমি মনে হয় পাগল হয়ে যাব
মাথাটা ভীষণ ধরে যাচ্ছে, উফ! ভীষণ ভাবে ধরে যাচ্ছে মাথাটা! !
ছুটা-ছুটি করতে ইচ্ছে হচ্ছে আমার খ্যাপাটে পাগলের মত,
যে ভাবে ঈশ্বর কনিকাগুলো ছুটে যায় কোটি-কোটি আলোক-বর্ষ অকারনে!
ক্যাথোড রশ্মিকে তীক্ষ্ণধী চুম্বকের আঁচ মেরে বিজ্ঞানীরা তোলে যেভাবে,
ঠিক সেই ভাবে সব্বার ব্রেন থেকে মানবিকতা তুলে নিয়েছে ওরা।
মানুষের বেশে পশু হয়ে ঘুরে বেড়াচ্ছে চার পাশে ।

শোভা, চারপাশটাকে আমি চিৎকার করে বলে দিতে চাই,
“ তোরা সব ভুল সভ্যতা “ ।

Young Hungry Comments

Young Hungry Popularity

Young Hungry Popularity

Close
Error Success