বিরাম - বিহীন Poem by Pallab Chaudhury

বিরাম - বিহীন

শ্রম-ক্লান্ত হ'লে আমি বিছানায় যাই
ক্লান্ত অঙ্গের সে-ইতো মনোরম ঠাঁই।
শুরু হয় আন-কাজ করোটি-পরতে;
অবসাদ ধুঁয়ে নিই মনো-সরসীতে।
ভাবি আমি একা মনে, রহিয়া সুদূরে;
সেথা হ'তে ছুটে যাই তব অন্তঃপুরে-
আঁধারে অন্ধ যেমন পলক-বিহীন
পসারিয়া রাখি তার আঁখি নিশি-দিন।

মম অন্তরাত্মা মাঝে কী যেন উদ্ভাসে;
মণি-খচিত নীলাভ নিশীথ আকাশে-
কে যে মায়াবিনী হয়ে আসে! চেয়ে দেখি-
ফেলিয়া বিরস রূপ, তুমি চন্দ্রমুখী!
অমনিই ছুটে অঙ্গ দিনে, রাতে মন-
নিজের শান্তি- জানি না, কোথায়-কখন!


(তারিখঃ ০৫-০৩-২০১৭।)









__________________
বিঃদ্রঃ উইলিয়াম সেক্সপীয়ারের সনেট-২৭
এর ভাবানুবাদ।




'

Tuesday, April 7, 2020
Topic(s) of this poem: love and dreams
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success