সভ্যতার স্মরণে Poem by Shah Surja

সভ্যতার স্মরণে

এই আমার দেশ - আমাকে হারাবে একদিন,
গণ-কীর্তনের শেষ হবে বেনামি কবির সেদিন;
লিখবেনা আর ইতিহাস টেনে প্রাচীন পান্ডুলিপি;
হাজার বছর পরে - মানব সভ্যতার স্মরনে দিনলিপিহাজার বছর পরে - মানব সভ্যতার স্মরনে দিনলিপি।

হয়তোবা কোনো প্রত্নবিৎ অজ্ঞান হয়ে - বিজ্ঞানী হবে!
আমার কৃত-কর্মে ডুবে; আর বাঙলার গোরস্থানে খোঁজবে -
যেখানে শায়িত আমি; কংকাল কি মাটি হয়ে যাবে?
লাখো কংকাল মিশে? উগ্র প্রত্নবিৎ আমায় কি পাবে?

আমি মানব মমির মিসরীয় সভ্যতায় বিশ্বাসী নই,
কিংবা মাদাম তুসোয় গড়া মানব-মোমের ওই
ভাস্কর্যে; মর্ত, মৃত, অমৃত কেন যেন বলে?
হায় আদম থেকে কত মানব পরপারে গেলো চলেহায় আদম থেকে কত মানব পরপারে গেলো চলে!

দুনিয়ায় সাধন যদি হয় গো'- সরল-যোগ সিদ্ধিলাভ;
মৃত্যু নাই, তার মৃত্যু নাই - চিরদিন দিবে মুক্তির জবাব

Saturday, February 6, 2016
Topic(s) of this poem: prayer
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Shah Surja

Shah Surja

Dhaka
Close
Error Success