নিঃসঙ্গ বিনাশ বসন Poem by MAHTAB BANGALEE

নিঃসঙ্গ বিনাশ বসন

Rating: 5.0

এখানে পঞ্চমুখের সুধা বিলাতে আজ কেউ আসেনি
তাই আমি সেখানে যায়নি তোমার সাথে তাল মিলাতে
বৃষ্টির তাল লয় তুমি অনুভব করে দেখো
তুমি বৃষ্টির সাথে কুটুম্বিতা করে দেখো
প্রেম করে দেখো
দীর্ঘ জীবনের বাঞ্চনীয় সুধা পাবে।
আজ মোরা আসছে সাঙ্গ পাঙ্গ নিয়ে
১০ নম্বর বিপদ সংকেত আমার উপকুলীয় অঞ্চলে
যেখানে একদা প্রেমের উন্মীলন ঘটতো
সেখানে আজ নাকি প্রেমের সমাধি হবে
আমি কিংকর্তব্যবিমূড় ঝড়ো বাতাসের আলিঙ্গনে
আমার প্রেমের আঙ্গিনা পূর্ন নষ্ট মঞ্চের সমাধিতে
আমার প্রেম পাখি আজও উড়ে যায় জীবিকার সন্ধানে
ভোর ৫টাই - বেজে উঠে গার্মেন্টস বাসের হর্ন
থামাতে পারিনি কাউকে - আমি নিঃসঙ্গ বিনাশ বসন

Wednesday, January 24, 2018
Topic(s) of this poem: life and death,loneliness,love,works
COMMENTS OF THE POEM
Rus Mer 31 August 2019

আজ নাকি প্রেমের সমাধি হবে আমি কিংকর্তব্যবিমূড় ঝড়ো বাতাসের আলিঙ্গনে আমার প্রেমের আঙ্গিনা পূর্ন নষ্ট মঞ্চের সমাধিতে আমার প্রেম পাখি আজও উড়ে যায় জীবিকার সন্ধানে ভোর ৫টাই - বেজে উঠে গার্মেন্টস বাসের হর্ন থামাতে পারিনি কাউকে - আমি নিঃসঙ্গ বিনাশ বসন.........আহ দারুন এক অনুভুতি এ ধারায় আমিও ভাবি কবিত্ব যাই ভাবুক...

1 0 Reply
Kumarmani Mahakul 16 August 2018

যেখানে একদা প্রেমের উন্মীলন ঘটতো সেখানে আজ নাকি প্রেমের সমাধি হবে আমি কিংকর্তব্যবিমূড় ঝড়ো বাতাসের আলিঙ্গনে.......so touching and impressive. A beautiful poem on life, love and death having fantastic expression. Enjoyed.10

2 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success