মৃত্যুদণ্ড Poem by MAHTAB BANGALEE

মৃত্যুদণ্ড

Rating: 5.0

অপরাধী আমি তাই শুনছি ধীর লয়ে
বিচারের বাণী কাঠগড়ায় দাঁড়িয়ে

বিচারকের কন্ঠে উচ্চারিত হলো-
"মৃত্যুদণ্ডই এর উত্তম শাস্তি! "

না, অবাক হইনি
শান্তি পেলাম আমি দণ্ডবিধির আসনে
অপরাধী হিসেবে

চারিদিকে যথারীতি সময়ের তালে তালে
পেরিয়ে যাচ্ছে বিকেল, সন্ধ্যে, রাত
সকালের সূর্য চুম্বনে দিনের উদয়
পত্রিকার পাতায় পাতায় খবরের শব্দ
পাখি হয়ে উড়ছে মানুষের কানে কানে
থেমে নেই পৃথিবীর পথ চলা অসীমের দিকে
শুধু থেমে গেছি এ আমি- একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

ফাঁসিমঞ্চ সাজানো হলো
মধুচন্দ্রিমার খাটিয়ার মতো
একে একে আসলেন অনেকেই
ঠিক দুপুর ১২টায় যা ঘটবে তার আগে
ম্যাজিস্ট্রেট, পুলিশ, ডাক্তার, মোল্লা, জল্লাদ যে যার মতো
নিজ নিজ আসনে সচেতন চিত্তে

হাত-পায়ের শেকল আর দণ্ডবেড়ী খোলার আগে
জানতে চাওয়া হলো -
"মৃত্যুর আগে তোমার শ্যাষ ইচ্ছা কী? "

দেখেছি আমি সেদিন
পুরো আকাশের কালো মেঘগুলো
শকুনি চোখ নিয়ে তাকিয়ে আছে,
দেখেছি উপস্থিত সকলের ক্ষোভ
চোখে মুখে আগুনের স্ফুলিঙ্গ
মৃত্যুদণ্ড কার্যকরের ভূমিকায় সকলে যেনো মৃত্যুদূত

নীরব, নিস্তব্ধ আমি
আজন্ম যেনো মূক, বধির, খোঁড়া
জানা ছিলোনা কী আমার শেষ ইচ্ছা
স্ত্রী, সন্তান, মা, বাবা, ভাই, বোন, আত্মীয়, স্বজন, পাড়া, পড়শী...
না; শেষ ইচ্ছায় তাদের সাক্ষাতে আমার মন সাড়া দ্যায়নি,
মাছ, মাংস, ডিম, দুধ, কলা, বিরিয়ানি....
না; এসবেও ছিলোনা,
কোন কুমারী নারীর সাথে শ্যাষ যৌন মিলন
না; একদম নয়,
খোদা ভীতিতে শ্যাষ ক্ষমা প্রার্থনা
না; তা-ও নয়

শেষ ইচ্ছা কী
আমার জানা ছিলোনা
সময় ঘনিয়ে এলো
কালো কাপড়ে ঢাকা হলো মুখ থেকে গলা পর্যন্ত
ফাঁসি দড়ি গলায় লাগানো হলো
হয়তো সেকন্ডের দিকে চোখ ম্যাজিস্ট্রেট সাহেবের
মোল্লার মুখে মুখে পড়তে হলো আমায়- "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ "
তারপর আর কিছুই জানিনা

অজস্র আত্মার মহামিলন কেন্দ্রে
এ আমি নতুন যাত্রী
না, এখানে কেউ কারো নয়
কে বাঙালি কে অবাঙালি
কে এশিয়ান, কে ইউরোপীয়ান
কে আমেরিকান, অস্ট্রেলিয়ান, আফ্রিকান কিছুই জানি না
জানি না এ যাত্রায় কে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান....
জানি না কে বাংলাদেশি, কে ইন্ডিয়ানি, পাকিস্তানি, আরবী, আজমী....
কে কোন দেশের এখানে আমি কাউকে চিনি না, জানি না
এ যেনো এমন এক মহাতীর্থ যাত্রা
যেখানে সকল আত্মায় কোনো এক মহাযোগে ব্যস্ত

এ যাত্রায় শুধু আমার কানে বাজছে-
"মৃত্যুর আগে তোমার শ্যাষ ইচ্ছা কী? "

যদি আমি চাইতাম এ পৃথিবীর বুকে থাকবেনা
কোনো জাত, ধর্ম, বর্ণ, দেশ ভাগের সীমারেখা কাঁটাতার
তাহোলে কি সে শ্যাষ ইচ্ছা পূরণ করা হতো?

যদি আমি চাইতাম এ বিশ্ব সংসারে
থাকবে না ধর্ম বা প্রাকৃতিক অযুহাতে নারী-পুরুষের কোনো বৈষম্য
তাহোলেও কি তা পূরণ করা হতো?

যদি আমি চাইতাম পৃথিবীর মানুষগুলোকে জন্ম থেকেই শেখানো হোক
"বিবেকের সর্বোচ্চ মতাদর্শ আর চির কল্যাণী বৈজ্ঞানিক শিক্ষা"
সমস্ত প্রতিহিংসা পরায়ণ পাঠ বন্ধ করে সে বিবেকী শিক্ষার কি প্রচলন করা হতো?

না, মৃত্যু পূর্বে আমার কিছুই জানা ছিলোনা
তাই মরতে ইচ্ছে হলো আমার
ছিলোনা কোনো অভিযোগ সে মৃত্যুদণ্ডের


২০.০৮.২০ চট্টগ্রাম

Tuesday, August 25, 2020
Topic(s) of this poem: death
POET'S NOTES ABOUT THE POEM
বিশিষ্ট লেখিকা, চিকিত্সক, নারীবাদী, ধর্মনিরপেক্ষ মানবতাবাদী এবং মানবাধিকারকর্মী তসলিমা নাসরিন -র কবিতা"মৃত্যুদণ্ড" -র অনুকরণে
COMMENTS OF THE POEM
Sankhajit Bhattacharjee 07 October 2020

beautiful piece of writing...

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success