আজ আসি Poem by Dr. Sandeep Kumar Mondal

আজ আসি

ভেবেছিলাম হয়ে তো বলবে আমায়,
থেকে যায় আর কয়েকটা দিন,
বলবে না তুমি, জানি আমি,
অভিমান নয়, হয়ে তো অন্য কিছু,
কষ্ট নয়, হয়ে তো অন্য কিছু,
প্রেম হতে পারে, হয়ে তো অন্য কিছু,
লাভ নেই বলে, তাই বলছো না হয়ে তো,

বলবে বলে আর সময় ধয্য ধরছে না,
তাই বলতে বাঁধ আমি,
দেখা হবে না হয়ে তো আর কোনো দিন,
তও জানি না কেন মন বলতে চাই, আজ আসি I

নতুন করে গর্ব আবার এই জীবন,
ভুলে যাবো সব প্যারোন প্রাক্তন,
ভবিষতে আসবে না তুমি খেয়ালে,
এই ভাবনা তাকে সত্যি করবো, আসছে সকালে,

তুমি কি সত্যি থাকবে না আমি চাইলে,
হয়ে তো হে বলে মন তাকে আটকে রাখবো,
সব প্রশ্ন শুনবো তও নিঃশব্দ থাকবো,
আজ হয়ে তো দ্বিধা হচ্ছে, যেতে হবে, হচ্ছে বোরো কষ্ট,
দেখা হবে না হয়ে তো আর কোনো দিন,
তও জানি না কেন মন বলছে, আজ আসি I

কেও আসবে আবার জীবনে, নতুন করে আবার একটা গল্প লিখতে,
নতুন করে আবার স্বপ্ন দেখবো, নতুন হবে সব,
আলাপ, প্রেম, আঘাত, সব কিছু,
নতুন দেখতে হবে জীবন,
সত্যি কি নতুন হবে জীবন?
তুমি তো থাকবে,
আমি চাই না তুমি যায়,
তুমি চিলি, তুমি আছো, তুমি থাকবে যত দিন আমি আছি,
কি অবাক লাগে ভাবতে যে তুমি ভুলে গেছো,
ভুলে গেছো সেই সম্পর্ক, সেই অধিকার,
যাচ্ছি যেতে হবে বলে,
কষ্ট হচ্ছে পেতে হবে বলে,
বুঝি যে তুমি আর আটকাবে না আমায়,
দেখা হয়ে তো হবে না আর কোনো দিন,
তও জানি না কেন মন বলছে, আজ আসি I

Saturday, November 5, 2016
Topic(s) of this poem: parting
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Dr. Sandeep Kumar Mondal

Dr. Sandeep Kumar Mondal

dhanbad, jharkhand
Close
Error Success