" ছাড়তে জানতে হয়, সিদ্ধান্তও নিতে হয়.." Poem by Durgapuri Babu

" ছাড়তে জানতে হয়, সিদ্ধান্তও নিতে হয়.."

ছাড়তে জানতে হয়...
সকালে ঠিক সময়ে বিছানা l
পেট খারাপের সময়
জিভে জল আনা বাদশাহী খানা l
ঘণ্টা পড়ার সাথে সাথেই -
পরীক্ষার খাতা l
পুরোনো প্রেমপত্রের..
জীর্ণ ছেঁড়া, হলদে পাতা l
বিয়ের পর - -
প্রাক্তন প্রেমিক / প্রেমিকার হাত,
যৌবনে... কর্মক্ষেত্রে প্রবাসী হতে গিয়ে - -
পৈতৃক ভিটের নিশ্চিন্ত ছাত l
যেভাবে দিনের আলোকে ছেড়ে...
খোঁজো...কখন নামবে রহস্যঘন আঁধার রাত...
বার্ধক্যে যেভাবে পাঁঠার মাংসকে...
ছাড়ে নড়বড়ে দাঁত -
ঠিক সেভাবেই....
ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয়...

পদ আর সম্পদ তুমি...
আঁকড়ে ধরবে যত,
পিছলাবে ততই তারা,
মুঠোয় ধরা জলের মত l
তাই সময় থাকতে থাকতেই,
ছাড়তে জানতে হয় কাকা...
নইলে সুসময়ের পরে
তোমার চারদিক বিলকুল ফাঁকা l
মনের থলিতে একটু একটু করে
ভরতে হয় সম্পর্কের ঐশ্বর্য l
ছাড়তে জানতে হয় ষড়রিপু - -
কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য্য l

ছাড়তে জানতে হয়...

রবি ঠাকুরের মত..নাইটহুড...
শাসকের চরম অত্যাচারের প্রতিবাদে -
ছাড়তে জানতে হয় সে'সব স্মৃতির জাবর কাটা...
যাদের জন্য তোমার মন...আজও একলা কাঁদে।
পেটকাটি, চাঁদিয়াল আকাশে ওড়াতে গেলে,
ছাড়তে জানতে হয় লাটাই থেকে মাঞ্জা-সুতো -
চিরতরে আগুনের হাতে ছাড়তে হয়...
প্রিয় মানুষগুলোকে, যাদের আঙুল তোমার চিবুক ছুঁতো।

একতরফা বেধড়ক মার খেতে খেতে...
প্রতিবাদের পথের কাঁটা... লোকলজ্জার ভয়...
ক্ষতবিক্ষত মন নিয়ে ফাটল ধরা সম্পর্কের
বোঝা না বয়ে...তাকে ছেড়ে দিতেই হয় l

ঠিক সেভাবেই....
ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয়...

অর্জুনের মত পাখির চোখে লক্ষ্য স্থির রেখে
ঠিক সময়ে ছাড়তে জানতে হয় তীর- -
ছাড়তে জানতে হয়...বান্দা-বাহাদুরের মত
আদর্শে অবিচল থাকা সুউচ্চ শির l
ছাড়তে জানতে হয় ক্রিকেটের মাঠে...
অফ স্টাম্পের বাইরের...বিষাক্ত সব বল,
'যুগন্ধর'দের মত...ছাড়তে জানতে হয়
আদর্শে ঘুন ধরা পুরাতন দল l
ছাড়তে জানতে হয় নেতাজীর মত
দেশের জন্য দেশ l
আর সেবাশ্রমের সন্তদের মত
কত সহজেই - পাহাড়প্রমাণ...ঘৃণা, বিদ্বেষ l

শুধু ছাড়তে জানতে হয়...

ছাড়তে না চাইলেও
একদিন তো ছাড়তেই হয় ধরা...
ধর্ম মতো কবরের মাটি কিম্বা চিতার কাঠ l
রাজা হও বা ফকির, মৃত্যুর পর...
বরাদ্দ তো সেই সাড়ে তিন হাত....

সময়ের প্রলেপ দিন দিন মুছে দিতে থাকে
নশ্বর জীবনের জলছবি -
তবু কেউ কেউ অমর রয়ে যায়,
..কেউ কেউ শুধুই দেওয়ালে টাঙ্গানো ছবি

সিদ্ধান্তটা তোমারই একান্ত...ফতুর হবে কি
করতে গিয়ে সর্বস্ব আত্মসাৎ?
নাকি সময়মত 'ছাড়ার'টা ছেড়ে দিয়ে...
শ্রদ্ধা, সম্মান ভালবাসায় পেয়ে...করবে বাজিমাৎ l

© DURGAPURI BABU(দুঃ বাঃ) ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Durgapuri Babu

Durgapuri Babu

Raniganj, West Bengal, INDIA
Close
Error Success