ঝড় Poem by Sanjib Saha

ঝড়

ঝড়

আমাদের জন্যে প্রতিটা ঘর খোলা ছিল।
তোমাদের জন্যেও।

নীরব সায়াহ্ন ঘিরে
যতগুলো কথারআগল ছিল,
তাও খোলা ছিল ।
নদীবাঁধ সব উন্মুক্ত ছিল।
বুক খুলেপাখিরাও উড়ছিল।
এক পা এক পা করে
মাটি বেয়ে এগিয়ে চলেছিল
সুখ ।

এ পৃথিবী বাসযোগ্য হয়ে উঠেছিল।

তৃণভূমি শিকরে রস শুষে বলেছিল —
বাঃ, মিষ্টি তো বেশ!
সমুদ্র আকাশ খুলে নিয়ে বুকে
ভেবেছিল —
এমনই তো হওয়ার কথা ছিল।
আমরা সকলেই
সে সমুদ্রে স্নানসেরে,
হেঁটে যেতে যেতে,
এত যুগ পার হয়েএসে,
একদিন প্রভাত খুঁজতে গিয়ে দেখি
এ বুক খোলে নি এখনও।
মানুষপথের পাশে
দাঁড়িয়ে থাকে এখনও।
চোখে জল আসে।
আর জলভরা চোখ তুলে
আকাশে হাত তুলে দেখি
সবই আবছা - অস্পষ্ট।

সকাল বিকেল সন্ধ্যায় মনে হয়—
এ পৃথিবী কত মায়াময়,
জ্বলে পুড়ে খাক হয় হৃদয়,
যদিও, হৃদয়ে তুষার ঝড় বয়।
- - - - - - - - -
© সঞ্জীব সাহা

Saturday, February 29, 2020
Topic(s) of this poem: philosophical
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success