দিনলিপি Poem by Shree Parno

দিনলিপি

সকালে যখন আমি
আভূমি নোয়াই মাথা
মহা দেবতার পায়,
ভাবি আমি যদি এক দ্বিজ দীন দাস হই
ভক্তির স্পর্শে আমার মন শুদ্ধ হয়।

মধ্যাহ্নে যখন আমি
ছোটোদের ইস্কুলে পড়াই
ভাবি যদি আমি এক চাষি হই
সম্মুখে ক্ষেত - অপ্রস্তুত
করি কৃষিকাজ স্নেহে খাতায় কলমে;
কচি মনগুলি ক্রমে সবুজ নধর হয়ে ওঠে।

বিকেলে যখন আমি পড়ি
মানুষের মুখ-বই-ধূসর ইতিহাস,
লাইব্রেরির বারান্দা ছুঁয়ে
মিশে যায় হাজার শ্বাস আমার
শরীরের ঘামে আর পুরাণের বায়ুতে
ভাবি যদি আমি এক তেমন শ্রমিক হতে পারি -
ক্লান্তিহীন সেবক দেশের;
যত্নে পাহাড়ী অক্ষরগুলিকে আমি মাথায় ওঠাই।

সন্ধ্যায় যখন আমি
লিখি পদ্য গপ্পো লিপি
ভাবি আমি -
এক শীল শিল্পী যদি হই
আবেগে আশ্লেষে তোমার শব্দ রঙ রূপ
আনন্দে নাচিয়ে দিয়ে যায়।

রাতের বেলা যখন
স্বপ্ন নামে বালিশে আমার
ভাবি আমি-
যদি আমিও অমন স্বপ্ন হতে পারি
সবার চোখে সবার মনে
তবে সত্যি সোনা হব।

Tuesday, December 19, 2017
Topic(s) of this poem: thought,thoughts
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Shree Parno

Shree Parno

West Bengal
Close
Error Success